আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | দুপুর ২:০১

ঈদকে ঘিরে নিরাপত্তা শঙ্কায় নগরবাসী

ডান্ডিবার্তা | ১৭ মার্চ, ২০২৫ | ১২:২৯ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখে ঈদের আগেই নগরীর নিরাপত্তা নিশ্চিতের দাবী জানিয়েছে সাধারণ মানুষ। বিগত কয়েক মাসক শহরে চুরি, ছিনতাইয়ের মত অপরাধ বৃদ্ধি পেয়েছে। এমন অবস্থায় নারায়ণগঞ্জে ঈদের কেনাকাটা করতে বের হওয়া মানুষ, গার্মেন্টস শ্রমিকসহ ঈদযাত্রা করা মানুষ রাস্তায় বের হওয়াকে নিয়ে শংকায় আছেন। এমন পরিস্থিতিতে অপরাধীদের কাছ থেকে সুরক্ষা পেতে নগরীতে পুলিশের তৎপরতা বাড়ানোর দাবী জানিয়েছেন সাধারণ মানুষ। নারায়ণগঞ্জ শহরে ঈদের কেনাকাটার জন্য দূর দূরান্ত থেকে মানুষজন আসেন। এসকল মানুষের যাতায়াতের পথে যেন ছিনতাইকারীর কবলে না পড়তে হয় সেজন্য রাস্তায় এ সময়টাতে পুলিশের টহল বাড়ানোর দাবী জানিয়েছেন সাধারণ মানুষ। এছাড়াও ঈদের সময় শহরে মানুষ কম থাকে। এসময় ডাকাতির প্রবনতা বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি ঈদের ছুটিতে অনেকেই লম্বা সময়ের জন্য পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়িতে যান। এসময় যেন বাড়িঘরে চুরি ও ডাকাতির মত ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখার আহŸান জানিয়েছে নগরবাসী। এদিকে ঈদকে ঘিরে পলিশ সর্বোচ্চ তৎপর থাকবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ইফতার মাহফিলে অংশ নিয়ে একথা বলেন তিনি বলেন, আমি বলব আজ এখানে যারাই আছেন সবাই নারায়ণগঞ্জের স্থানীয়। এটি একটি মিলন মেলা। আমি জেলা পুলিশের পক্ষ থেকে আপনাদের ঈদ ভালভাবে উদযাপনের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যাবস্থা যেন করতে পারি সেই দোয়াটা করবেন। পুলিশ নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ তৎপর থাকবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা