আজ শুক্রবার | ৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ১০ জিলকদ ১৪৪৬ | রাত ১০:৩৪
শিরোনাম:
সোনারগাঁয়ে চাঁদাবাজরা বেপরোয়া কোটি টাকার মালামাল লুট    ♦     শেখ হাসিনা গডফাদারদের রক্ষা করতে ত্বকী হত্যার বিচার বন্ধ করে রেখেছিল    ♦     পুলিশ কেন আত্মহত্যা করে?    ♦     শেখ হাসিনা গডফাদারদের রক্ষা করতে ত্বকী হত্যার বিচার বন্ধ করে রেখেছিল    ♦     রাজনীতিতে সক্রিয় হচ্ছেন খালেদা জিয়া    ♦     সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়ল    ♦     রূপগঞ্জে জমিদার সিটির সাইনবোর্ড গুড়িয়ে দিলো ভ্রাম্যমান আদালত    ♦     মুসলিমনগর এলাকার জ্বলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন    ♦     বন্দর উপজেলা বিএনপি সভাপতির মামলা বাণিজ্যের অডিও ফাঁস    ♦     আইনজীবীদের প্রতি কৃতজ্ঞ: জাকির খান    ♦    

জনসংযোগ বাড়ছে এনসিপির

ডান্ডিবার্তা | ১৮ মার্চ, ২০২৫ | ১২:০৪ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
টানা ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আত্মপ্রকাশের পর দলটির নেতারা নারায়ণগঞ্জে বিভিন্ন নাগরিক ইস্যুতে সরব ভূমিকা রাখছেন। রমজান মাসে রাজপথে কর্মসূচি না থাকলেও ইফতার মাহফিল আয়োজনের মধ্য দিয়ে জনসংযোগ বাড়াচ্ছে দলটি। তাছাড়া, শহরের যানজট নিরসনেও প্রশাসনের সহযোগী হয়ে সক্রিয় ভূমিকা রাখছেন দলটির নেতারা। রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের আগে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দলটির নেতা-কর্মীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ধর্ষণ, চাঁদাবাজি, ছিনতাই, যানজট, মামলা বাণিজ্যসহ বিভিন্ন ইস্যুতে কর্মসূচি পালন করেছেন। এসব কর্মসূচিতে লোকসমাগমও দেখা যায়। সারাদেশে ধর্ষণবিরোধী আন্দোলনেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সক্রিয় আছেন। শহরে মশাল মিছিলও করেছে ছাত্র সংগঠনটির নেতা-কর্মীরা। এছাড়া, এনসিপি’র নেতারা বিভিন্ন এলাকায় পরিচিতি, মতবিনিময় সভা, জুলাই আন্দোলনে নিহত, আহতদের নিয়ে বিভিন্ন কার্যক্রম পালন করেছেন। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত পিছিয়ে পরা জনগোষ্ঠীর সাথেও বৈঠক করেছে তারা। রমজানে মাঠে কোনো কর্মসূচি না থাকলেও ইফতার আয়োজনের মধ্য দিয়ে জনসম্পৃক্ততা বাড়ানোর পথে এগোচ্ছে জাতীয় নাগরিক পার্টি। এরই মধ্যে তারা নারায়াণগঞ্জের বিভিন্ন জায়গায় তাদের ইফতার মাহফিলের আয়োজন করেছে। যেখানে বিভিন্ন পেশাজীবী মানুষও অংশ নিয়েছেন। সাংগঠনিক কার্যক্রম চালানোর সাথে সাথে জনগণের পাশে থেকে তৃণমূলে থানা, ওয়ার্ড ও আঞ্চলিক পর্যায়ের প্রতিটি ইফতারে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে এই ইফতার মাহফিল আয়োজনের লক্ষ্য বলে জানান নেতারা। এদিকে, দলটির কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেয়েছেন নারায়ণগঞ্জের ৫ তরুণ রাজনীতিক। দলটির প্রথম যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক তুহিন মাহমুদ, দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী এবং সদস্য আহমেদুর রহমান তনুর সমন্বয়ে বিভিন্ন ইফতার মাহফিলের আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে। জুলাই আন্দোলনে লড়াই করা সহযোদ্ধা ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল আয়োজন করা হয় সোনারগাঁতে। যেখানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহŸায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক তুহিন মাহমুদ। এনসিপির উদ্যেগে ইফতার মাহফিল সফলভাবে সমাপ্ত করতে পেরেছে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ অঞ্চলেও। যেখানে তারা তাদের সংগঠনের নেতৃবৃন্দ ও জুলাইয়ের সহযোদ্ধা ও জনসাধারণকে নিয়ে নিয়ে ফতুল্লার কুতুবপুর, এনায়েত নগর, আলীগঞ্জে, ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে একসাথে ইফতার করেছে। নারায়ণগঞ্জ সদরেও নারী উদ্যোক্তা ও সংগঠকদের সাথেও একসাথে ইফতার করেছে এনসিপির নেতারা। উপস্থিতি ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, কেন্দ্রীয় সংগঠক শওকত আলী এবং নারায়নগঞ্জের সংগঠক প্রতিনিধি জোবাইর হোসাইন সহ আরো অনেকেই। যেখানে নারীদের অংশগ্রহণ বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। তবে, সামনের রমজানগুলোতে আরও অনেক জায়গাতেই ইফতার মাহফিলের কর্মসূচির পরিকল্পনায় রয়েছে তাদের। বিশেষ করে বন্দর, আড়াইহাজার, রূপগঞ্জ উপজেলাসহ বিভিন্ন ইউনিয়ন ও স্থানীয় পর্যায়ে এ আয়োজন করা হবে বলে জানান দলটির নেতারা। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু বলেন, একটি নতুন দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি মানুষের কাছে প্রতিনিয়ত সাড়া পেয়ে যাচ্ছে। আমাদের আগে যে জনসম্পৃক্ততা ছিলো এইসব কার্যক্রমের মাধ্যমে আরো বাড়ছে। যারা পার্টির সাথে যুক্ত হতে চায় তারা বিভিন্ন এলাকা গুলোতে কাজ করছে পাশাপাশি যারা জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি ছিলো তারাই অর্গানাইজ করতেছে এটা তাদের উদ্যেগেই করতেছে, আমাদের সাথে যোগাযোগ করছে এবং তারা এই ইফতারের আয়োজন গুলো করছে। সর্বস্তরের মানুষের সাথে ইফতার করতে পারছি এটা জনগণের সদিচ্ছার কারণে। এবং প্রত্যেকটি জায়গায় আমরা নতুন দল হিসেবে গ্রহনযোগ্যতা পাচ্ছি। যা সামনের দিনগুলোর জন্য ইতিবাচক দিক।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা