আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | দুপুর ২:০২

তামিম ভেবেছিলেন গ্যাস্ট্রিকের সমস্যা

ডান্ডিবার্তা | ২৫ মার্চ, ২০২৫ | ১০:৫৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
অসুস্থ হওয়ার পর তামিম ইকবাল নিজেই ধারণা করতে পারেননি তার হার্ট অ্যাটাক হতে পারে। কারণ প্রিমিয়ার লিগের মোহামেডান-শাইনপুকুর ম্যাচের টস শেষে অসুস্থ বোধ করার পর মোহামেডান কর্মকর্তা তরিকুল ইসলামকে তামিম জানিয়েছিলেন, তার সম্ভবত গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে। গতকাল সোমবার গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন ম্যাচ রেফারি দেবব্রত পাল। তিনি জানান, বিকেএসপিতে প্রিমিয়ার লিগের মোহামেডান-শাইনপুকুরের অধিনায়ক তামিম ইকবাল ও রায়ান রাফসানকে নিয়ে সকাল ৯টায় টস হয়। তবে তামিম কিছুটা অস্বস্তি বোধ করছিলেন টসের আগে ওয়ার্ম আপের সময়ই। টস করে ড্রেসিংরুমে ফেরার পর সেটা আরও বাড়ে। মোহামেডান কর্মকর্তা তরিকুল ইসলামকে এ সময় তিনি বলেন, তার সম্ভবত গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে। তারিকুল তখন তাকে বলেন, ‘তোমার মাঠে যাওয়ার দরকার নেই। বিশ্রাম নাও।’ কিছুক্ষণ পর তামিম আরও অসুস্থ বোধ করেন। তরিকুলকে তিনি জানান, তার খারাপ লাগছে, মুখের দিকে ব্যথা হচ্ছে। এর আগে, সকালে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। পরে জানা যায়, স্বল্প সময়ের ব্যবধানে দুবার হার্ট অ্যাটাক হয়েছে তার। চিকিৎসকরা দ্রæত এনজিওগ্রাম করে হার্টে বøক শনাক্ত করেন এবং সফলভাবে রিং পরানো হয়। এই কঠিন পরিস্থিতিতে সারা দেশ উদ্বেগের মধ্যে থাকলেও সর্বশেষ খবর অনুযায়ী, তামিমের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। সিসিডিএম সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল জানিয়েছেন, ‘জ্ঞান ফিরে পেয়েছেন তামিম এবং তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন।’ তবে এখনো তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। তার দ্রæত সুস্থতার জন্য দেশজুড়ে ভক্ত-সমর্থকরা দোয়া করছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা