আজ শনিবার | ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২ | ১১ জিলকদ ১৪৪৬ | সকাল ৯:৫৪

বিএনপির নতুন নেতাদের প্রতি তৃনমূলে আস্থা

ডান্ডিবার্তা | ২৬ মার্চ, ২০২৫ | ১১:৪৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৩৩ সদস্যের কমিটি ঘোষনা হওয়ার পর থেকে চাঙ্গা হয়ে উঠেছে জেলা পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা। মাঠ পর্যায়ের নেতাকর্মীরা নতুন নেতৃত্বে আসা নেতাদের প্রতি আস্থা রাখছেন এই বলে আগামী দিনে বিএনপিকে তারা নারায়ণগঞ্জে শক্তিশালী করবেন। মাঠ পর্যায়ের নেতাকর্মীরা নতুন নেতাদের স্বাগত জানিয়ে বলেন, আমরা দীর্ঘ দিন যাবত অবহেলিত। আমারা যারা বিএনপির রাজনীতি করে দলকে চাঙ্গা রেখেছি এমনকি আমরা কোন প্রকার দখবাজি বা চাঁদাবাজিতে ছিলাম না সেই সকল কর্মীদের দিয়ে আগামী দিনের কমিটিগুলি ঢেলে সাজানোর আহবান জানাই। আর যারা বিএনপিতে বির্তকিত করেছে তাদের দলের ভিতরে স্থান না দেয়ার দাবি জানাই। এদিকে
মামুন মাহমুদকে আহŸায়ক ও মোস্তাফিজুর রহমান ভূঁইয়াকে প্রথম যুগ্ম আহŸায়ক করে ৩৩ সদস্যের নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৩৩ সদস্য বিশিষ্ট আহŸায়ক কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটিতে স্থান পেণের যারা, তারা হলেন, আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহŸায়ক মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, মাশুকুল ইসলাম রাজিব, শরিফ আহমেদ টুটুল, সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, আজহারুল ইসলাম মান্নান, গোলাম ফারুক খোকন, লুৎফর রহমান, অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, মো. ইউসুফ আলী ভূঁইয়া, শহিদুল ইসলাম টিটু, মাজেদুল ইসলাম, মো. মোশারফ হোসেন, আশরাফুর হক রিপন, মজিবর রহমান ভূঁইয়া, মোশতাক আহমেদ, শাহজাহান মেম্বার, শামসুল হক মোল্লা, মো. বাছির উদ্দিন বাচ্চু, অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, তাসিকুল হক ওসমান, মো. জুয়েল আহমেদ, মাহমুদুউল্লাহ, একরামুল কবির মামুন, মো. রিয়াজুল ইসলাম, আনোয়ার সাদাত সায়েম, রিয়াদ মো. চৌধুরী, রহিমা শরিফ মায়া, মো. অকিল উদ্দিন ভূঁইয়া, সেলিম হক রূমী, মো. নূরনবী ভূঁইয়া, নাদিম হাসান মিঠু, হামিদুল হক খান। প্রসঙ্গত, এর আগে ২৪ ডিসেম্বর জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুকের নেতৃত্বাধীন আহŸায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। কমিটি বিলুপ্তির দেড় মাস পর ২ ফেব্রæয়ারি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন মাহমুদকে আহŸায়ক করে পাঁচ সদস্যের আহŸায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটি গঠনের দেড় মাস পর ৩৩ আহŸায়ক কমিটি গঠন করা হলো।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা