আজ শুক্রবার | ৪ জুলাই ২০২৫ | ২০ আষাঢ় ১৪৩২ | ৮ মহর্‌রম ১৪৪৭ | সকাল ১০:৪৩

কাঁচপুরে পূর্ব শত্রæতার জের ধরে নারীকে কুপিয়ে জখম

ডান্ডিবার্তা | ১১ এপ্রিল, ২০২৫ | ১২:০১ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রæতার জের ধরে সুমা আক্তার নামে এক নারীকে কুপিয়ে গুরুত্বর জখম করেছে সন্ত্রাসীরা। আহত সুমা আক্তার কাঁচপুর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী। এ ঘটনায় আহতের স্বামী মোশারফ হোসেন বাদী হয়ে একই এলাকার নুরুল হকের ছেলে মাহবুব ও এমারুল ইসলামকে বিবাদী করে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে ভূক্তভোগী মোশারফ হোসেন জানান, ‘বিবাদীরা সন্ত্রাসী, দাঙ্গাবাজ ও খারাপ প্রকৃতির লোক। তাদের সাথে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলছে। বিবাদীরা সর্বদা আমাদের নানাবিধ ক্ষতিসাধনের চেষ্টায় লিপ্ত আছে। আমি নিরিহ বিধায় ৩ বছর আগেও তারা আমাকে ব্যাপক মারধর করে। গত ৩০ মার্চ দুপুর অনুমান ১ ঘটিকার সময়ে আমার নিজ বসত বাড়ীর সম্পত্তির উপর ময়লার পাইপ টানার সময়ে উপরোক্ত বিবাদীদ্বয় পূর্ব শত্রæতার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে তাদের হাতে থাকা রামদা, লোহার রড, দেশী অস্ত্র সস্ত্র নিয়ে আমাদের কাজকর্ম বন্ধ করে দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমার স্ত্রী সুমা আক্তার প্রতিবাদ করলে উপরোক্ত বিবাদীদ্বয় ক্ষিপ্ত হয়ে আমার স্ত্রীর চুলের মুঠি ধরে গলায় চিপ দিয়ে কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক ভাবে নীলাফুলা জখম করে। একপর্যায়ে ২নং বিবাদীর হুকুমে ১নং বিবাদী মাহবুব তার হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার স্ত্রী সুমা আক্তার এর মাথায় আঘাত করলে তার মাথা ফেটে গুরুত্বর রক্তাক্ত জখম হয়। যার ফলে তার মাথায় ৮টি সেলাই করা হয়। আমার স্ত্রীকে উদ্ধার করতে আমি এগিয়ে আসলে সন্ত্রাসীরা আমাকেও কিল ঘুষি মেরে আমার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। পরে সুমাকে দ্রæত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করি। এখনো সুমা অনেক অসুস্থ এবং আমার সমগ্র পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি, যে কোন সময় সন্ত্রাসীরা আবারো হামলা করতে পারে’। এদিকে অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছেন সোনারগাঁ থানা পুলিশ। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আহত সুমা আক্তার সাংবাদিকদের বলেন, ‘বিবাদী মাহবুব ও এমারুল সেদিন আমাকে মেরে ফেলার জন্য পরিকল্পনা করেছিলো। তাদের ঘরে সবসময় দেশীয় বিভিন্ন অস্ত্র থাকে। ১০ এপ্রিল বৃহস্পতিবার সকালে বিচার সালিশীর মাধ্যমে বিষয়টি নিস্পত্তির জন্য আমাদের বাড়িতে বসে বিচারকরা ‍কিন্তু বিচারের নামে আমাদের উপর অবিচার চালানো হয়েছে। আমি নিরিহ ও গরীব এবং আমার টাকা নেই বিধায় আমি ন্যায়বিচার পাচ্ছিনা। নারায়ণগঞ্জের পুলিশ সুপার ও সোনারগাঁ থানার ওসির কাছে আমি সুবিচার চাই এবং বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার অনুরোধ জানাচ্ছি’।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা