আজ বৃহস্পতিবার | ৩ জুলাই ২০২৫ | ১৯ আষাঢ় ১৪৩২ | ৭ মহর্‌রম ১৪৪৭ | সন্ধ্যা ৭:১২

দেশ ও গণতন্ত্রের স্বার্থে বিএনপি ছাড় দেবে: তারেক রহমান

ডান্ডিবার্তা | ০৩ জুলাই, ২০২৫ | ১০:৩৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
কেউ দলকে ক্ষতিগ্রস্ত করলে তাকে কোনো ছাড় বা প্রশ্রয় দেওয়া হবে না জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দলের সুনাম যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। দেশ ও গণতন্ত্রের স্বার্থে বিএনপি যেকোনো বিষয়ে ছাড় দেবে বলেও জানান তিনি। গতকাল বুধবার পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, বিএনপির সব ক্ষমতার উৎস জনগণ। দল হিসেবে নীতি ও আদর্শ নিয়ে জনগণের কাছে যেতে হবে। বর্তমান সরকার সংস্কার শুরু করেছে, তবে রাষ্ট্রের যৌক্তিক সংস্কারে বিএনপিই প্রথম প্রস্তাব দিয়েছিল জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি যদি ছাড় না দিত, তাহলে অন্যরা আজ এতটা আত্মবিশ্বাস পেত না। বিএনপি বড় দল, আমাদের দায়িত্বও বড়। তাই গণতন্ত্রের ভিত্তি শক্ত করতে আমরা ছাড় দিচ্ছি। সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময় ষড়যন্ত্র হয়েছে মন্তব্য করে তিনি বলেন, যখনই বাংলাদেশ সংকটে পড়েছে, বিএনপি তখনই সোচ্চার থেকেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর সরকারবিহীন সময়টুকু বিএনপিই দেশের শৃঙ্খলা ধরে রেখেছিল। গণতন্ত্রের চর্চা শুধু রাষ্ট্রে নয়, দলের মধ্যেও গণতন্ত্র বজায় রাখতে চান জানিয়ে তারেক রহমান বলেন, গণতন্ত্রে বিশ্বাস রাখি বলেই আমরা ভিন্নমতকে গুরুত্ব দিই, শুনি এবং সমাধানের চেষ্টা করি। নির্বাচন নিয়ে কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে দলীয় নেতাকর্মীদের আহŸান জানান তিনি।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা