আজ বৃহস্পতিবার | ৩ জুলাই ২০২৫ | ১৯ আষাঢ় ১৪৩২ | ৭ মহর্‌রম ১৪৪৭ | সন্ধ্যা ৬:৫৮

নারায়ণগঞ্জ ক্লাব কনভেনার কাপ টেনিস টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

ডান্ডিবার্তা | ০৩ জুলাই, ২০২৫ | ১০:৩১ পূর্বাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি
নারায়ণগঞ্জ ক্লাব আয়োজিত “কনভেনার কাপ টেনিস টুর্নামেন্ট ২০২৫”-এর জমজমাট ফাইনাল খেলা গত সোমবার ক্লাবের টেনিস কোর্টে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় মুখোমুখি হয় রেজা ফাহাদ ও মোঃ সারোয়ার হোসেন (টিটু) (জুটি) এবং ইফতেখার আহমেদ পুলক ও শাহরিয়ার সাঈদ (জুটি) উভয় দলের মধ্যে চরম প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে শেষ পর্যন্ত ইফতেখার আহমেদ পুলক ও শাহরিয়ার সাঈদ জুটি বিজয়ী হয়। টেনিস বিভাগের কনভেনার ছিলেন মোঃ জাহিদ হোসেন, যিনি ক্লাবের টেনিস কার্যক্রমকে গতিশীল ও সদস্যদের স¤পৃক্ত রাখতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেনিস বিভাগের কনভেনার মোঃ জাহিদ হোসেন, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মারুফ আহম্মেদ বাবু, পরিচালনা পর্ষদ সদস্য হারুন অর রশিদ, মোঃ তাইজুদ্দিন আহমেদ, খান আব্দুল কাদির মাহবুব (বাবু), দিলারা মাসুদ ময়না। তারা বিজয়ী ও অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে ক্লাবের ক্রীড়াঙ্গনকে আরও শক্তিশালী করতে অব্যাহত সমর্থনের আশ্বাস দেন। নারায়ণগঞ্জ ক্লাব কনভেনার কাপ শুধুমাত্র একটি ক্রীড়া প্রতিযোগিতা নয় বরং এটি ক্লাব সদস্যদের মাঝে বন্ধুত্ব, ঐক্য ও স¤প্রীতির অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা