
ডান্ডিবার্তা রিপোর্ট
জুলাই আন্দোলনে আহত সিদ্ধিরগঞ্জের গাজী সালাউদ্দিনকে পূনর্বাসনের লক্ষ্যে মুদি দোকান উপহার দিয়েছে জুলাই ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার দুপুরে ‘অস্বচ্ছলের জুলাই যোদ্ধাকে সহায়তা’র মাধ্যমে সালাউদ্দিনকে একটি পন্য সাজানো দোকান হস্তান্তর করেন জুলাই ফাউন্ডেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা লে. কর্ণেল (অব.) কামাল আববর। এসময় আরও উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব এবং শৃংখলা কমিটির প্রধান আল আমিন, জেলা সমন্বয় কমিটির সদস্য জাবেদ আলমসহ গাজী সালাউদ্দিনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। গাজী সালাউদ্দিন গতবছর জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেন এবং চোখে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এতে তাঁর ডান চোখ পুরোপুরি অন্ধ হয়ে যায় এবং বাম চোখের দৃষ্টিশক্তিও আংশিক ক্ষীণ হয়ে পড়ে। এ অবস্থায় চিকিৎসা ও পরিবারের খরচ বহন করতে গিয়ে তিনি পূর্বের ব্যবসার মূলধন হারান এবং দীর্ঘদিন বেকার অবস্থায় মানবেতর জীবনযাপন করতে থাকেন। গাজী সালাউদ্দিনের শারীরিক দুরবস্থা ও পারিবারিক পরিস্থিতি বিবেচনা করে জুলাই ফাউন্ডেশন তাঁকে পুনর্বাসন বাবদ একটি মুদি দোকান করে দিয়েছে। দোকানটির নাম রাখা হয়েছে ‘ওয়াজিহা স্টোর’, যা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাজারের ১০ নম্বর ওয়ার্ডে অবস্থিত। জুলাই ফাউন্ডেশনের নিবাহী কর্মকর্তা লে. কর্ণেল (অব.)কামাল আকবর বলেন, ‘শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আয়োজন করা হয়েছে। আর্থিকভাবে অসচ্ছল জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সাবলম্বী করে তুলতে ফাউন্ডেশনের উদ্যোগে পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে। সেই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই অভ্যুত্থানে আহত গাজী সালাউদ্দিনকে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯