আজ বুধবার | ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ২ আশ্বিন ১৪৩২ | ২৪ রবিউল আউয়াল ১৪৪৭ | বিকাল ৩:৩১

জুলাই অভ্যুত্থানে আহত সালাউদ্দিন পুনর্বাসন সহায়তা পেলেন

ডান্ডিবার্তা | ১৭ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:৫৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
জুলাই আন্দোলনে আহত সিদ্ধিরগঞ্জের গাজী সালাউদ্দিনকে পূনর্বাসনের লক্ষ্যে মুদি দোকান উপহার দিয়েছে জুলাই ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার দুপুরে ‘অস্বচ্ছলের জুলাই যোদ্ধাকে সহায়তা’র মাধ্যমে সালাউদ্দিনকে একটি পন্য সাজানো দোকান হস্তান্তর করেন জুলাই ফাউন্ডেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা লে. কর্ণেল (অব.) কামাল আববর। এসময় আরও উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব এবং শৃংখলা কমিটির প্রধান আল আমিন, জেলা সমন্বয় কমিটির সদস্য জাবেদ আলমসহ গাজী সালাউদ্দিনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। গাজী সালাউদ্দিন গতবছর জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেন এবং চোখে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এতে তাঁর ডান চোখ পুরোপুরি অন্ধ হয়ে যায় এবং বাম চোখের দৃষ্টিশক্তিও আংশিক ক্ষীণ হয়ে পড়ে। এ অবস্থায় চিকিৎসা ও পরিবারের খরচ বহন করতে গিয়ে তিনি পূর্বের ব্যবসার মূলধন হারান এবং দীর্ঘদিন বেকার অবস্থায় মানবেতর জীবনযাপন করতে থাকেন। গাজী সালাউদ্দিনের শারীরিক দুরবস্থা ও পারিবারিক পরিস্থিতি বিবেচনা করে জুলাই ফাউন্ডেশন তাঁকে পুনর্বাসন বাবদ একটি মুদি দোকান করে দিয়েছে। দোকানটির নাম রাখা হয়েছে ‘ওয়াজিহা স্টোর’, যা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাজারের ১০ নম্বর ওয়ার্ডে অবস্থিত। জুলাই ফাউন্ডেশনের নিবাহী কর্মকর্তা লে. কর্ণেল (অব.)কামাল আকবর বলেন, ‘শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আয়োজন করা হয়েছে। আর্থিকভাবে অসচ্ছল জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সাবলম্বী করে তুলতে ফাউন্ডেশনের উদ্যোগে পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে। সেই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই অভ্যুত্থানে আহত গাজী সালাউদ্দিনকে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা