
ডান্ডিবার্তা রিপোর্ট
পূজায় নিরাপত্তা সহ নারায়ণগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দিন-এর সঙ্গে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নেতৃবৃন্দের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় এসপি অফিসে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, আসন্ন হিন্দু সম্প্রদায়ের পূজার নিরাপত্তা বিধানে যথাযথ পদক্ষেপ গ্রহণ, খুন, ছিনতাই, মাদক এবং কিশোর গ্যাংয়ের মতো গুরুতর সমস্যাগুলো নিরসনে আশু কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করেন। খেলাফত মজলিসের প্রতিনিধি দল এসপিকে বিভিন্ন বিষয়ে তাদের উদ্বেগের কথা জানান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার অনুরোধ জানান। নেতৃবৃন্দ- সাধারণ জনগণের নিরাপত্তা ও ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার বিষয়ে পুলিশ সুপারের কার্যকর ভূমিকা রাখার বিষয়ে অনুরোধ করেন। এসপি মোহাম্মদ জসীম উদ্দিন- আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। জনগণের আস্থা অর্জন এবং অপরাধ দমনে পুলিশ বাহিনী নিরলসভাবে কাজ করে যাবে। তিনি কোরআন হাদিসের আলোচনার মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করার বিষয়ে ইসলামী দলগুলোকে বিশেষভাবে অনুরোধ জানান। এছাড়াও পূজায় নিরাপত্তার বিষয়েও তিনি খেলাফত মজলিসের সহযোগিতা কামনা করেন। এসময় খেলাফত মজলিস নেতৃবৃন্দ পুলিশ সুপারের নারায়ণগঞ্জে নতুন যোগদানের শুভেচ্ছা হিসেবে কিছু বই উপহার প্রদান করেন। খেলাফত মজলিসের নেতৃবৃন্দের মাঝে এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী এবিএম সিরাজুল মামুন, জেলা সভাপতি ও নারায়ণগঞ্জ-২ আসনের এমপি প্রার্থী মাওলানা আহমদ আলী, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী ইলিয়াস আহমদ, সদর থানা সভাপতি মুফতী আব্দুল কাইয়ূম, সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, সোনারগাঁও থানা সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী মুফতি সিরাজুল ইসলাম, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, মুস্তাফিজুর রহমান মুনঈম, শরীফ মিয়াজী, বন্দর থানা সভাপতি মাওলানা ফরিদুজ্জামান, ফতুল্লা থানা সহ-সভাপতি আব্দুল করীম মিন্টু, আবু বকর সিদ্দীক, সদর থানা সহ-সভাপতি মুফতী কাউসার আহমদ কাসেমী, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, শ্রমিক মজলিসের জেলা সভাপতি ফারুক আহমদ, প্রমুখ।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯