আজ বুধবার | ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ২ আশ্বিন ১৪৩২ | ২৪ রবিউল আউয়াল ১৪৪৭ | দুপুর ১:২৪

ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত জরুরী

ডান্ডিবার্তা | ১৭ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:৪৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাঈমা ইসলাম, উপপরিচালক (ভারপ্রাপ্ত) স্থানীয় সরকার; জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন); জনাব আসাদুজ্জামান সরকার, উপপরিচালক সমাজসেবা অধিদপ্তর; জনাব ভিকারুন নেছা, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর; জনাব মো. আতিকুর রহমান, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) এবং জনাব মো. শাহাদাত হোসেন, প্রজেক্ট অ্যানালিস্ট ইউএডিপি। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউপি প্রশাসনিক কর্মকর্তারা সভায় অংশ নেন। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে আন্তরিকতার সঙ্গে আইন মেনে কাজ করলে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল হবে। তিনি উপস্থিত জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের উদ্দেশে আহ্বান জানান, গ্রামীণ জনগণের সমস্যাগুলো দ্রুত সমাধানে সমন্বিতভাবে কাজ করার জন্য। জেলা প্রশাসক আরও উল্লেখ করেন, গ্রাম আদালত জনগণের ন্যায়বিচার নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যা সবার সহযোগিতা ছাড়া কার্যকর করা সম্ভব নয়। সভায় বক্তারা বলেন, গ্রামীণ জনগণ যাতে অল্প খরচে ও সহজে ন্যায়বিচার পায়, সেজন্য গ্রাম আদালতকে আরও কার্যকর করতে হবে। ইউনিয়ন পরিষদ পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও আইনি সহায়তার বিস্তার বাড়ানোর উপরও গুরুত্ব আরোপ করা হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা