
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে সড়কগুলি যেন বাস, অটো, মোটার সাইকের দখলে। সড়কের উপর পাকিং করে রাখার ফলে সড়ক সরু হয়ে গিয়ে মৃষ্টি হয় যানজট। নারায়ণগঞ্জের যানজট নিত্যদিনের সঙ্গি হয়ে দাঁড়িয়েছে। যার কারণে প্রতিনিয়ত শহরবাসী ভোগান্তির শিকার হচ্ছেন। নারায়ণগঞ্জ শহরে প্রধান সমস্যা যানজট। যা সৃষ্টি করছে বাস মালিকরা। নারায়ণগঞ্জের চেম্বার রোডটি বাস মালিকরা বাস পার্কিংকে স্থান তৈরী করে ফেলেছে। দিন রাত ২৪ ঘন্টা সড়কটি দখলে রাখে বিভিন্ন কোম্পানীর বাস। সকড় বিভাগের সূত্র থেকে জানা যায়, কোন পরিবহন কোম্পানী বা মালিক রোড পারমিট নিতে আসলে মতাদের গাড়ি রাখার গ্যারেজ থাকার বিধান রয়েছে। গাড়ি কখনো সড়কে পাকির্ং করে রাখতে পারবে না। কিন্তু সকল নিয়মকে তোয়াক্কা না করে বাস মালিকরা সড়কেই বাসগুলি র্পাকিং করে রাখার ফলে শহরে জনসাধারণের ভোগান্তি বেড়েই চলছে। নগরবাসী মনে করেন শহরে নাগরিক ভোগান্তির অন্যতম কারণ সড়কে অবৈধ পাকিং। সড়কে অবৈধ পার্কিং বন্ধ না হলে জনগণের ভোগান্তি দূর হবে না। কারণ শিল্পনগরী এই নারায়ণগঞ্জে জনসংখ্যার সাথে পাল্লা দিয়ে বাড়ছে যানবাহন। অতিরিক্ত এই যানবাহনের কারণে নগরীতে বাড়ছে যানজট। যানজটের এই সমস্যার মূল কারণ যত্রতত্র অবৈধ পার্কিং। আর এই অবৈধ পার্কিংয়ের কারণে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অসহনীয় যানজটে নাকাল হচ্ছে নগরবাসী। শহরের যানজট নিয়ে বহুবার সাংবাদিক প্রশাসন, ব্যবসায়ী সংগঠন ও সুশিল সমাজের সাথে বৈঠক হলেও এর কোন প্রতিকার আজো হয়নি। নগরীর ব্যস্ততম বঙ্গবন্ধু সড়কে সরেজমিনে দেখা যায়, সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের ‘নো পার্কিং’ লেখা উল্লেখিত বোর্ড থাকার পরেও সেই বোর্ডের পাশেই গাড়ি ও মোটর সাইকেল পার্ক করে রাখা হয়েছে। এমনকি পথচারীর চলাচলরত ফুটপাতে সারি সারি মোটরসাইকেল পার্ক করে রাখা হয়েছে। ফুটপাতে অবৈধ পার্কিংয়ের সাথে আরেক ভোগান্তির নাম হচ্ছে হকার। ফুটপাতের এক পাশে হকার ও অবৈধ পার্কিংয়ের কারণে পথচারীরা পড়েছেন চরম ভোগান্তিতে। হকার আসিফ বলেন, আমাগো কয়দিন পরপর উঠাইয়া দেয় ফুটপাত ক্লিয়ার রাখার লাইগা। কিন্তু রাস্তার লগে যে গাড়ি রাহে আর ফুটপাতে যে বাইক রাহে কই তহন তো কিছু কয় না। বড়লোকগো সুবিধা দিতেই যত্ত ক্ষমতা গরীবের উপরে খাটায়। রাস্তার পাশে অবৈধ পার্কিংয়ের কারণে বঙ্গবন্ধু সড়কের দুই নম্বর রেলগেট মোড় থেকে শুরু করে চাষাড়ার গোলচত্বর পর্যন্ত সবচেয়ে বেশি যানজটের শিকার হতে হয় যাত্রীদের। এর পাশাপশি ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলের জন্য কিছুদিন পরপরই নামানো হচ্ছে বিভিন্ন মালিকানাধীন বিভিন্ন পরিবহন। যে রুটে আগে উৎসব, বন্ধন ও হিমাচল চলাচল করতো। সে একই রুটে এখন চলাচল করে মৌমিতা, বিআরটিসি এসি পরিহন, শীতল ও বিআরটিসির ডাবল ডেকার বাস। কোন পরিকল্পনা ছাড়াই এতগুলো বাস নামিয়ে দেওয়ায় যানজটের অন্যতম কারণ। যার দরুণ বাসে করে বিবি রোডের দুই নম্বর রেলগেট মোড় থেকে চাষাঢ়া আসতে সময় লাগে অন্তত ৩০ মিনিট। কলেজ ছাত্র সায়েম বলেন, প্রতিদিন ফার্মগেট ব্যাচ করতে যাওয়ার সময় হাতে দুই ঘন্টা ও তার বেশি সময় নিয়ে বের হই। কিন্তু এক নম্বর রেলগেট থেকে উৎসব বা বন্ধনে উঠলে চাষাঢ়া পর্যন্ত যেতেই সময় লাগে অন্তত ২৫-৩০ মিনিট। তাই এখন চাষাঢ়া কাউন্টার থেকে বাসে উঠি তাহলে আর দুই নম্বর রেলগেটের জ্যামটা পাই না। পথচারী ফাহিম বলেন, ফুটপাতে বাইক পার্কিং তো বাদই দিলাম। কিছু কিছু পাবলিক তো হালকা জ্যাম পড়লেই শর্টকার্ট মারার জন্য ফুটপাতের উপরেই বাইক চালায়।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯