আজ বৃহস্পতিবার | ৩ জুলাই ২০২৫ | ১৯ আষাঢ় ১৪৩২ | ৭ মহর্‌রম ১৪৪৭ | বিকাল ৫:৪৫

শ^াশুড়ি হত্যা মামলায় জামাতা গ্রেফতার

ডান্ডিবার্তা | ০৩ জুলাই, ২০২৫ | ১০:২৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সোনারগাঁয়ে ফাতেমা নামে এক মহিলাকে শ্বাসরোধে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত প্রধান আসামি মোঃ রাশেদুল ইসলাম নান্টুকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। গত মঙ্গলবার রাতে জেলার সোনারগাঁও থানার টিপরদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি মোঃ রাশেদুল ইসলাম নান্টু হলো সোনারগাঁও থানার পুরান টিপরদী, এসিআই গেইট কাজীবাড়ির মৃত কাজী আব্দুল কাশেমের ছেলে। র‌্যাবের স্কোয়াড কমান্ডার মো.সামসুর রহমান প্রেরিত এক প্রেস বিজ্ঞপিততে জানা যায় যে, গত বছরের ২২ সেপ্টেম্বর রবিবার সকাল ৮টার সময় সোনারগাঁও থানার বস্তুল গ্রামস্থ বস্তুল টু গাউসিয়াগামী পাকা রাস্তার পশ্চিম পাশের্^র ঢাল হতে ফাতেমা বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার করে সোনারগাঁও থানার পুলিশ। নিহত ফাতেমা বেগম বন্দর উপজেলার দশদোনা গ্রামের আব্দুল করিমের স্ত্রী। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানা যায়। গত ২১ সেপ্টেম্বর রোজ শনিবার বিকালে ফাতেমা বেগমের মেয়ে জামাই ঘাতক মোঃ রাশেদুল ইসলাম নান্টু তাকে ব্যাংকে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের করে নিয়ে যায়। বিকাল ৫টার দিকে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে মোঃ রাশেদুল ইসলাম নান্টু জানান, সে তার শাশুড়ী ফাতেমা বেগমকে ৩৩ হাজার টাকাসহ বাড়িতে পাঠিয়ে দিয়েছে। কিন্তু রাত ৮টা পর্যন্ত তিনি বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজখবর নেওয়ার পরে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরের দিন সকালে থানাধীন বস্তুল গ্রামস্থ বস্তুল টু গাউসিয়াগামী পাকা রাস্তার পশ্চিম পাশের্^র ঢালে ফাতেমা বেগমের মরদেহ পাওয়া যায়। অত্র মামলার এজাহার সূত্রে জানা যায় যে, গত ২১ সেপ্টেম্বর ২০২৪ বিকাল সাড়ে ৩টা হতে ২২ সেপ্টেম্বর সকাল ৮ টার মধ্যে যেকোন সময় ফাতেমা বেগমকে তার মেয়ের জামাই ঘাতক মোঃ রাশেদুল ইসলাম নান্টু শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়। নিহত ফাতেমা বেগম বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের নান্টুর ঋণের জামিনদার ছিলেন। ঋণের টাকা মওকুফের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে মর্মে জানা যায়। পরবর্তীতে সোনারগাঁ থানা পুলিশ নিহত ফাতেমা বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এরই প্রেক্ষিতে নিহতের ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামী মোঃ রাশেদুল ইসলাম নান্টুকে পরবর্তী আইনানুগ কার্যক্রম এর জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা