আজ বৃহস্পতিবার | ৮ মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ৯ জিলকদ ১৪৪৬ | রাত ১২:৩১

সোনারগাঁয়ে মান্নানপন্থিরা এগিয়ে

ডান্ডিবার্তা | ০৭ মে, ২০২৫ | ১০:১৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সোনারগাঁ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য ৪জন প্রার্থীর মধ্যে অনলাইন ভোটিং জরিপ চালানো হয়েছে। সেই জরিপে সর্বোচ্চ ভোট পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। তবে সমানতালে অনলাইন জরিপেও জনপ্রিয়তার তলানিতে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর। তবে জরিপে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন যুবদলের প্রতিষ্ঠাকালীন সদস্য ও যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এসএম ওয়ালিউর রহমান আপেল। ফেসবুক ব্যবহারকারীদের মাঝে প্রশ্ন রাখা হয়- সোনারগাঁ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনিত প্রার্থী হিসেবে দেখতে চান। নি¤েœ ৪জন সম্ভাব্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, এসএম ওয়ালিউর রহমান আপেল, রেজাউল করিম ও খন্দকার আবু জাফরের নাম ও ছবি সংযুক্ত করে ৩৭ হাজার ফেসবুক ব্যবহারকারীদের কাছে পৌছে দেয়া হয়। গত ১ মে থেকে ৪৮ ঘন্টায় এই ভোটিংয়ে ৩৭ হাজার ফেসবুক ব্যবহারকারীদের মাঝে জরিপটি পৌছে দেয়া হলে সেখানে অংশগ্রহণ করে ভোট প্রদান করেছেন ২ হাজার ৮’শ ২১ জন ভোটার। যার মধ্যে মান্নান পেয়েছেন ১৫৫৭ ভোট, যেখানে ৫৫ পারসেন্ট ভোট পান এবং ওয়ালিউর রহমান আপেল পেয়েছেন ৯৮৫ ভোট, যেখানে ৩৪ পারসেন্ট ভোট। তবে তৃতীয় স্থানে আছেন রেজাউল করিম, যেখানে তার ভোট ২৩৪, যেখানে ৮ পারসেন্ট ভোট এবং খন্দকার আবু জাফর পান ৪৫ ভোট, যেখানে মাত্র ১ পারসেন্ট ভোট প্রদান করেন ফেসবুক ব্যবহারকারীরা। তবে আরো ১৩৮ জন ফেসবুক ব্যবহারকারী কমেন্টস করে মান্নানের পক্ষে সমর্থন জানান। সেখানে দ্বিতীয় স্থানে আপেল। এখানে উল্লেখ্য যে, এই জরিপ প্রকৃত পক্ষে সোনারগাঁও উপজেলার সকল নেতাকর্মী কিংবা সকলের মতামত প্রকাশ করে না। এটা শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহাকারীদের নিয়ে অনলাইন ফেসবুক জরিপ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা