আজ সোমবার | ১২ মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ১৩ জিলকদ ১৪৪৬ | সন্ধ্যা ৬:১৬

দাবি আদায়ের লক্ষ্যে না’গঞ্জ থেকেই আন্দোলনের প্রস্তুতি নিব: কামরুল

ডান্ডিবার্তা | ১২ মে, ২০২৫ | ৯:০৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম বলেন, আমরা সারা বাংলাদেশের যারা কর্মচারী, আমরা সারা বাংলাদেশ যেভাবে প্রজাতন্ত্র কর্মচারীরা সরকারকে সর্বোচ্চ সময় সহযোগিতা করি। কিন্তু আমরা যারা কর্মচারী আছি তারা সব সময় অবহেলিত এবং নির্যাতিত। আমরা অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এখন এই সময়ে আমাদের দিকে আপনারা দৃষ্টি দেন, আমরা আপনাদের সন্তান, ভাই, বন্ধু আমরা যদি ভালো থাকি তাহলে আমাদের এই সুন্দর বাংলাদেশকে সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর আমরা যদি খারাপ থাকি আপনারা যে যার অবস্থানেই থাকেন আপনারা কেউই ভালো থাকবেন না। সুতরাং আমরা চাই আমাদের দিকে আপনারা দৃষ্টি দেন, আমাদের কর্মচারীদের দিকে আপনাদের সহযোগিতার হাত বাড়ান, আমরা সর্বদা আপনাদের পাশে আছি। বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ একাদশ জাতীয় সম্মেলন ২০২৫- এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল রবিবার দুপুরে কচিকাঁচা ভবন মিলনায়তন, সেগুনবাগিচা ঢাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রধান সমন্বয়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। এ সময় তিনি আরও বলেন, আমরা প্রজাতন্ত্রে কর্মচারী হিসেবে ঘোষনা করছি আপনারা যখন যেটাই আদেশ করবেন আমরা সর্বোচ্চ আপনাদের সাথে পাশে আছি, আপনারা এতটুকু নিশ্চিত থাকেন যদি আপনারা আমাদের দাবি আদায়ের সাথে না আসেন তাহলে নারায়ণগঞ্জ জেলা থেকেই আমাদের আন্দোলনের প্রস্তুতি নিবো এবং সারা বাংলাদেশকে আমরা অচল দিবো। আমাদের দিকে যদি আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে সরকারকে প্রেশার ক্রিয়েট করেন আমরা নিশ্চিত আমাদের বেতন, ভাতা ও আমাদের যে পাঁচ দফা দাবি আছে অবশ্যই বাস্তবায়ন হবে। সুতরাং আমরা চাই আপনারা সকলেই আমাদের দিকে লক্ষ্য রাখবেন।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা