আজ মঙ্গলবার | ১৩ মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ১৪ জিলকদ ১৪৪৬ | বিকাল ৪:৫০

সড়কের উপর গরুর হাট বসতে দেওয়া হবে না: জেলা প্রশাসক

ডান্ডিবার্তা | ১৩ মে, ২০২৫ | ৯:৪৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে সড়কের উপর বা পাশে কোনোভাবেই গরুর হাট বসতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। গতকাল সোমবার দুপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। জেলা প্রশাসক বলেন, “গরুর হাটের ক্ষেত্রে পরিস্কারভাবে বলে দিতে চাই, কোনোভাবেই রাস্তায় পাশে বা রাস্তায় হাট বসানো যাবে না। আমরা এটি কোনভাবেই অনুমোদন দেব না।” তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জের মানুষ স্বস্তিতে জীবন পার করবে। এখানে ছিনতাই ও অন্যান্য অপরাধ থাকবে না। মাদকের বিষয়টি আমাদের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যারা মাদকের বিরুদ্ধে কাজ করছে, তাদের প্রতি আমার আহŸান, আগামী ৭ দিনের মধ্যে যেন একটি দৃশ্যমান অগ্রগতি দেখতে পারি।” এছাড়া ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহŸান জানিয়ে জেলা প্রশাসক বলেন, “ঈদ যাত্রায় যাতে সবাই নিরাপদে বাড়িতে পৌঁছাতে পারে, সেই লক্ষ্যে আমরা ঈদুল ফিতরের মতো করে প্রস্তুতি নিচ্ছি।” সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, ৩’শ শয্যা হাসপাতালের চিকিৎসা তত্ত¡াবধায়ক ডা. মো. আবুল বাসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, আনসার ও গ্রাম প্রতিরক্ষার জেলা কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ব্যবসায়ী নেতা, বাস মালিক সমিতির নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ও সংশ্লিষ্টরা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা