আজ বুধবার | ১৪ মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ১৫ জিলকদ ১৪৪৬ | দুপুর ২:৪৫

পুলিশের মামলা নিয়ে ধু¤্রজাল

ডান্ডিবার্তা | ১৪ মে, ২০২৫ | ৯:৩৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা: সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতারের সময় পুলিশের সরকারি কাজে বাধাপ্রদান, পুলিশের উপর চড়াও হওয়া এবং তার বাড়িতে সাড়ে ছয় ঘণ্টা পুলিশকে অবরুদ্ধ করে রাখার ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে দায়েরকৃত মামলা নিয়ে নগরবাসীর মধ্যে দেখা দিয়েছে বিতর্ক। হামলার সময় যুবদল ও বিএনপির কর্মীরা জড়িত থাকার প্রমান থাকলেও পুলিশ তাদের কাউকে আসামী করেনি। অফিযোগ উঠেছে, মহানগর বিএনপির একাধিক নেতার সরবরাকৃত তালিকায় সদর থানা পুলিশ এ মামলা দায়ের করে। পুলিশের দায়ের করা মামলা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ধু¤্রজাল সৃষ্টি হয়েছে। খোদ বিএনপির নেতাকর্মীরাও মামলা সম্পর্কে কোন প্রকার মন্তব্য করতে অনিহা প্রকাশ করেছে। বিবি রোডে পুলিশের উপর হামলায় কারা জড়িত তা একবারেই স্পষ্ট। অপরদিকে আইভীকে গ্রেফতার করতে যাওয়ার পর যারা তার চতুর দিকে বাঁশ ও বালুৃর বস্তা দিয়ে প্রতিরোধ সৃষ্টি করেছিল তাদের কেহই এই মামলায় নেই বলে অনেকে দাবি করেছে। গত সোমবার রাতে নারায়ণগঞ্জ সদর থানার দারোগা রিপন মৃধা বাদী হয়ে ৫২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন। মামলায় নাম উল্লেখ করা ৫২ আসামি হলো শফিকুল ইসলাম বাবু (৪৭), কামরুল হুদা বাবু (৫২), শফিকুল ইসলাম লিটন (৫৮), মাইনউদ্দিন আহম্মেদ রাসেল কন্ট্রাকটার (৪৮), কবির হোসেন (৪৭), জামির হোসেন রনি (৪১), মোতালেব হোসেন মাস্টার (৫০), আজিম (৫৫), আলিনুর সুমন (৪৭), শামীম তালুকদার (৫০), গোলাম সরোয়ার শুভ (৪৫), ফারুক (৫৫), মুকুল (৪১), চঞ্চল (৪০), আছিয়া খানম সুমী (৪৫), পলাশ (৪৫), হানিফ (৪০), সুধীর (৫২), শাকিল (২৮), মো: জাহাঙ্গীর আলম বেপারী (৫২). রাসেল (৪২), শামীম (৪৮), মাহমুদা (৩৮), শওকত মিথুন (৪৩), সাদ্দাম সানি (৩৫), রতন প্রধান (৪০), মাহিন, রুমেল (৪৭), জিসান (২৮), সাইফুল ইসলাম (৫১), আরাফাত (২২), শিপলু সাদিক (শিপলু বাবু) (৫০), রাতুল (৩৪), মিঠু (৫২), শফি উদ্দিন প্রধান (৫৩), মাথিন, ওভি (২৯), রনি ওরফে মুরগি রনি (৩০), রনি (৪১), মো: নয়ন (২৯), রনি, মো: শাহজাহান (৩৭), ইমরান দেওয়ান, রিফাত সরদার, সিদ্দিক মিয়া, আবুল বাশার বাসেদ (৫০), খোকন ভেন্ডার, সজল ওরফে কান কাটা সজল (৪৫), রতন সিকদার, মো: রফিক পাগলা, রাসেল, ইমরান (৩২)সহ অজ্ঞাতনামা ১৫০/২০০ জন। মামলায় উল্লেখ করা হয়, গত ৮ মে রাত্র অনুমান ২২.৪০ ঘটিকার সময় পুলিশ নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন ১৫৭ পশ্চিম দেওভোগস্থ ডাঃ সেলিনা হায়াত আইভীর বাসায় উপস্থিত হয়ে ডাঃ সেলিনা হায়াত আইভী-কে আইনানুগ গ্রেফতার করতে গেলে ডাঃ সেলিনা হায়াত আইভীর সমর্থিত লোকজন আইনানুগ গ্রেফতারে বাধা প্রদান করে এবং তার বাসার সামনে চারপাশের রাস্তায় ট্রাক দিয়ে বালি ফেলে এবং বাঁশ দিয়ে রাস্তা বন্ধ করে ব্যারিকেড সৃষ্টি করে এবং পুলিশকে অবরুদ্ধ করে রাখে। পুলিশ গ্রেপ্তারের জন্য যাওয়ার পর পর আইভী সমর্থক আওয়ামীলীগের নেতা-কর্মীগণ বিভিন্ন মসজিদের মাইকে ও বিভিন্ন মাধ্যমে আইভির গ্রেপ্তারের বিষয়ে ঘোষণা দিলে স্থানীয় নারীপুরুষসহ আইভির সমর্থিত আরো লোকজন নারীপুরুষ জড়ো করে। উল্লিখিত বিবাদীগণ পুলিশকে আইনানুগ গ্রেপ্তারে বাধা প্রদান করতে থাকে এবং আইভির গ্রেপ্তার বিরোধী বিভিন্ন শ্লোগান দিতে থাকে। পুলিশ ধৈর্যের সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে অপেক্ষা করতে থাকে। গত ৯ মে ভোরে ডাঃ সেলিনা হায়াত আইভীকে পুলিশ গ্রেপ্তারপূর্বক আইনানুগ হেফাজেতে নিয়ে সরকারি পিকআপে উঠিয়ে জেলা গোয়েন্দা শাখায় যাওয়ার উদ্দেশ্যে রওনা করে। পথিমধ্যে পুলিশ বার বার অনুরোধ করা সত্তে¡ও উল্লিখিত বিবাদীগণ মিছিল সহকারে বিভিন্ন উত্তেজনাকর শ্লোগান দিয়ে আইভিকে বহনকারী গাড়ী চলাচলে বাধা প্রদান করতে থাকে ৯ মে সকাল আনু: ০৬.২০ মিনিটের সময় নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন কালির বাজারস্থ কাচা বাজারের পশ্চিম পাশে গলা চিপা রাস্তার সামনে বিবি রোডস্থ পাকা রাস্তায় পৌছামাত্র ডাঃ সেলিনা হায়াত আইভীর সমর্থক, আওয়ামীলীগের নেতা-কর্মী ও সমর্থকরা আইভীকে আইনানুগ গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় পুলিশকে বাধা প্রদান করে পুনরায় ব্যারিকেড দেয়। পুলিশ বাধা দিলে উল্লিখিত বিবাদীগণ আইভিকে বহনকারি পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকলে উক্ত স্থানে উপস্থিত কর্তব্যরত পুলিশের এসআই (নি:) মিলন কুমার হালদার মাথায় গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হন, এসআই মুহাম্মদ খাইরুল বাশার-১ হাতে জখম, কনস্টবল ৭১১ জহিরুল ইসলাম কপালের বামপাশে গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হন। পুলিশ অত্যন্ত ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করে দ্রæত গ্রেফতারকৃত আসামী সেলিনা হায়াত আইভী-কে নিরাপদে জেলা গোয়েন্দা শাখায় নিয়ে যায়।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা