
জাহেদ উর রহমান
রাস্তা আটকে কেউ যদি আন্দোলন কর্মসূচি পালন করে, তাহলে নাগরিকদের একধরনের ভোগান্তি হয়। তবে এর সঙ্গে গণতন্ত্রের উত্তরণ যুক্ত। গণতন্ত্রে উত্তরণ ঠিকমতো না হলে সেটিকে কেন্দ্র করে বাজে ধরনের বিশৃঙ্খলার মধ্যে আমরা যদি পড়ে যাই, তাহলে সেটি দেশকে বিপদে ফেলবে। আমাদের আর অনেক বেশি সংস্কারের সুযোগ নেই। কিছু মৌলিক সংস্কার শেষ করে নির্বাচনের মধ্যে যাওয়া এবং সংস্কারকেও রাজনীতির এজেন্ডা করে ফেলা উচিত। নির্বাচন ডিসেম্বরে হওয়া উচিত, এর চেয়ে একটুও দেরি করা ঠিক হবে না। দীর্ঘদিন ধরে সেনাবাহিনী মাঠে থাকলে সদস্যদের কারও কারও অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সে জন্য তাঁদের ব্যারাকে ফিরে যাওয়া দরকার। এ ছাড়া মিয়ানমারকে কেন্দ্র করে সংকট দেখা দিয়েছে। সরকার যতই ভালো হোক না কেন, আমাদের অর্থনীতি কিন্তু ভালো করছে না। ডিসেম্বরে নির্বাচনের বিষয়ে সরকারের সবার সঙ্গে বসা উচিত। গতকাল ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আবারও আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের পক্ষে মত দিয়েছেন। তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডর– সংক্রান্ত বিষয়েও কথা বলেছেন। তিনি রাখাইন রাজ্যে মানবিক করিডর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকে এবং বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে বলে মনে করেন। সব কিছু মিলিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ দেশকে অনিশ্চয়তা থেকে মুক্তি দিতে পারে। বিএনপিও তা–ই চায় এবং তাদের এই চাওয়া পূর্ণ করা হলে সংস্কারেরও অনেক কিছু তারা মেনে নেবে। জাতীয় নাগরিক পার্টিরও (এনসিপি) এ ধরনের ঘোষণা আছে যে নির্বাচন ডিসেম্বরে হোক তাদের সমস্যা নেই। তবে তাদেরও কিছু চাওয়া আছে। চাওয়াগুলো পূরণ না হলে তারা সেগুলোকে ইস্যুতে (আন্দোলনের বিষয়) পরিণত করবে, তা নিয়ে রাজনীতি করবে, নির্বাচন করবে এবং বিএনপিকে আক্রমণ করবে। গণতান্ত্রিক প্রক্রিয়া তো এভাবেই চলে। বিএনপির কিছু পদক্ষেপের পাল্টা পদক্ষেপ নিচ্ছে এনসিপি। বিএনপি ঢাকা দক্ষিণ সিটির মেয়রের শপথ গ্রহণ নিশ্চিত করা এবং দুজন ছাত্র উপদেষ্টাকে সরকারের বাইরে চলে যাওয়ার জন্য দাবি জানাচ্ছে। অন্য দিকে এনসিপিও অন্তর্র্বতী সরকারের তিনজন উপদেষ্টাকে বিএনপির মুখপাত্র হিসেবে উল্লেখ করেছে। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচন কমিশন পুনর্গঠনে জাতীয় ঐকমত্য কমিশনে দেওয়া তাদের সুপারিশ মানা না হলে বড় কর্মসূচি দিয়ে এই তিন উপদেষ্টাকে পদত্যাগ করানোর হুঁশিয়ারি দিয়েছেন। ইশরাক হোসেনকে নিয়ে যে ঘটনা ঘটছে, এটি ঠিক মেয়রের ইস্যু (বিষয়) নয়। এটা মূলত সরকার ও এনসিপির বিপক্ষে কর্মসূচি পালন। কারণ, সরকারের সিদ্ধান্তগুলোর সঙ্গে মিলিয়ে এনসিপি অবস্থান নিচ্ছে। বিএনপির সঙ্গে এনসিপির একধরনের বিপরীতমুখী অবস্থান আমরা দেখছি। দ্রæত নির্বাচন আয়োজনের দাবি কারও কারও কাছে গ্রহণযোগ্য নয়। এনসিপির আহŸায়ক নাহিদ ইসলাম এর আগে বলেছিলেন, মাঠ প্রশাসন বিএনপির দখলে। এ অবস্থায় তারা নির্বাচন করবেন না। এ ছাড়া মৌলিক সংস্কার না হলে তাঁরা নির্বাচনে যাবেন কি না, সেটি ভাববেন বলেছিলেন নাহিদ। দেখা যাচ্ছে, এনসিপি বিএনপির বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে। কেন দাঁড়াচ্ছে? এনসিপি তাদের মতো কিছু মৌলিক সংস্কার, গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হওয়া এবং তার আগে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে। সামনে আনা হচ্ছে মূলত সংস্কারকে। এর মাধ্যমে মূলত নির্বাচনকে যেটুকু পারে পেছাতে চায় তারা। এনসিপি নতুন দল। ডিসেম্বরে নির্বাচন হলে তাদের সংগঠনের এক বছর হয়। আর নির্বাচন আগামী বছরের জুন পর্যন্ত নিতে পারলে তারা বেশি সময় পাবে। যদিও সেটা সম্ভব হবে কি না, সন্দেহ আছে। সমস্যাটি অন্য জায়গায়। এনসিপি এবং দলটির ওপর প্রভাব থাকা কিছু মানুষ এই সরকারকে পাঁচ বছর ক্ষমতায় রাখতে হবে, এই আলোচনা আনছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে, এনসিপি তাঁদের দ্বারা ব্যবহৃত হচ্ছে কি না? সেটা হয়ে থাকলে তা আমাদের জন্য অ্যালার্মিং (আশঙ্কাজনক)।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯