আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | সকাল ৭:০৬

ফতুল্লা থেকে আ’লীগ নেত্রী তুশি গ্রেফতার

ডান্ডিবার্তা | ২৬ মে, ২০২৫ | ১২:৫৩ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর ফরাজীকান্দা এলাকার থেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য ও ছাত্রলীগের সাবেক নেত্রী রজনী আক্তার তুশিকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে ফতুল্লার মুসলিম নগর পাওয়ার হাউজ সংলগ্ন রুবেল মিয়ার বাড়ি থেকে স্থানীয় ছাত্র-জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ¯েøাগান দিলে উত্তেজিত জনতা তাকে লক্ষ্য করে জুতা ছুড়ে মারে এবং ‘ভুয়া ভুয়া’ ¯েøাগান দেয়। স্থানীয়দের দাবি, তিনি ওই এলাকায় আত্মগোপনে ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম। তিনি জানান, “রজনী আক্তার তুশি প্রায় তিন মাস ধরে রুবেল মিয়ার বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে আত্মীয়তার সূত্রে তিনি ভাড়াটিয়া হিসাবে বসবাস করছিলেন। বিষয়টি জানার পর স্থানীয় ছাত্র-জনতা ওই বাড়ি ঘেরাও করে এবং থানায় খবর দেয়। পরে সদর থানা পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।” প্রত্যক্ষদর্শীরা জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেত্রী তুশি আত্মগোপনে রয়েছেন এমন খবরে বিএনপির নেতাকর্মী ও স্থানীয়রা ওই বাড়িতে ঘেরাও করে রাখে এবং ঘরের বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে তুশি ‘জয় বাংলা’ ¯েøাগান দেন। এতে উত্তেজনা বাড়ে এবং একপর্যায়ে জনতা জুতা ছুড়ে প্রতিবাদ জানায়। পুলিশের গাড়িতে তোলার সময়ও তাকে মারধরের চেষ্টা করে জনতা। রজনী আক্তার তুশি ডেমরা সারুলিয়া স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা ও আবুল কাশেমের মেয়ে। এদিকে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানিয়েছেন, ডেমরা থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা এক মামলার আসামি তুশি। তিনি আরও জানান, “আমরা ডেমরা থানা পুলিশকে বিষয়টি জানানোর পর শনিবার রাতেই তুশিকে ডেমরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা