আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | সকাল ৬:৫৮

ডিবি পরিচয়ে গরুসহ ট্রাক ডাকাতি বাবলু ডাকাত গ্রেফতার

ডান্ডিবার্তা | ২৬ মে, ২০২৫ | ১২:৫৭ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দরে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ১৫টি গরুসহ একটি ট্রাক ডাকাতির ঘটনায় জড়িত এক ডাকাতকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর অপস অফিসার মোঃ গোলাম মোর্শেদ। গ্রেপ্তারকৃত আসামি হলেন- ঢাকার বাড্ডা থানার আনোয়ার আলীর ছেলে বাবলু ওরফে বাবুল (৩৮)। এর আগে গত শনিবার ঢাকার বাড্ডা এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে র‍্যাব-১১। মামলার সূত্রে জানা যায়, গত বছরের ১৮ ডিসেম্বর পাবনা ঈশ্বরদী হইতে বাদী রানা হোসেন তার মালিকানাধীন মিনি ট্রাক নিয়ে ১৫টি গরুসহ চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করেন। ১৯ ডিসেম্বর রাত অনুমানিক ৩টা ৪০ এর দিকে বন্দর থানাধীন কামতাল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম গামী লেনের উপর পৌঁছামাত্র একটি সিলভার রংয়ের মাইক্রোবাস বাদীর ট্রাকের সামনে ব্যারিকেড দিলে ট্রাকের ড্রাইভার মোঃ ইরফান রাস্তার পাশে গাড়ি থামায়। তখন অজ্ঞাতনামা সিলভার রংয়ের মাইক্রোবাস হইতে ভুয়া ডিবির কটি পরিহিত কয়েকজন ব্যক্তি নেমে গাড়ির নিকট এসে গাড়ির কাগজপত্র দেখতে চায় এবং গাড়িতে থাকা গরুর পেটে হেরোইন মাদক আছে বলে দাবি করে বাদি সহ ট্রাকের ড্রাইভারকে গাড়ি হতে নামিয়ে সিলভার রংয়ের মাইক্রোবাসে তুলে নেয়। আগে থেকে মাইক্রোবাসের ড্রাইভারের সিটে একজন বসা ছিল। তাদের মধ্যে হতে একজন ব্যক্তি গরুসহ ট্রাকটি নিয়ে চলে যায় এবং মাইক্রোবাসের ড্রাইভার তাদের গাড়ি ছেড়ে দেওয়ার সাথে সাথে গামছা দিয়ে বাদী ও তার ড্রাইভারের চোখ, মুখ, হাত বেঁধে গাড়ির ভিতরে এলোপাতাড়ি কিল, ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে তাদের নিকটে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে কিছুদূর যাওয়ার পর রাস্তার পাশে ঝোপের মধ্যে ফেলে দ্রæত চলে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে আসামি। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা