আজ বৃহস্পতিবার | ২৯ মে ২০২৫ | ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ১ জিলহজ ১৪৪৬ | সন্ধ্যা ৭:১৮

রূপগঞ্জে ১৫ হাজার গাছ রোপন করবেন ডিসি

ডান্ডিবার্তা | ২৮ মে, ২০২৫ | ৯:০৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ শহরের পাশাপাশি রূপগঞ্জ উপজেলায় ১৫ হাজার গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। পরিবেশ রক্ষায় ব্যাপক কার্যক্রমের অংশ হিসেবে তিনি বলেন, “রূপগঞ্জ একটি শিল্পনগরী হওয়ায় ঢাকা–সিলেট মহাসড়কে যানজট, জমি দখল ও পরিবেশ দূষণের মতো ঘটনা প্রায়ই ঘটে। এসব সমস্যা সমাধানে প্রশাসন সক্রিয়ভাবে কাজ করবে। পাশাপাশি সবাইকে বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করার আহŸান জানাচ্ছি। সবার সহযোগিতা পেলে নারায়ণগঞ্জকে গ্রিন অ্যান্ড ক্লিন সিটি এবং পুরো জেলাকে সবুজে রূপান্তরিত করা সম্ভব হবে।” গতকাল মঙ্গলবার সকাল ১১টা থেকে দিনব্যাপী রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভায় ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় বিভিন্ন কার্যক্রম পালন করা হয়। এদিন জেলা প্রশাসক পরিদর্শন করেন তারাবো পৌর স্কুল, গোলাকান্দাইলে বৃক্ষরোপণ করেন এবং একটি সড়ক উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন: রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) তাছবির হোসেন, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মতিন, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোখলেস উদ্দিন প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা