আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | দুপুর ১২:৪৬

ছয় এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

ডান্ডিবার্তা | ২৯ মে, ২০২৫ | ৯:৩০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় টানা ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় জরুরি ভিত্তিতে গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। গতকাল বুধবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা নারায়ণগঞ্জের ভুইগড় উত্তরপাড়া, দেলপাড়া, নুরবাগ, শাহী মহল্লা, চিতাশাল, বউবাজার এবং পাগলা এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে। এই সময়টিতে আবাসিক, বাণিজ্যিক, শিল্প এবং সিএনজি স্টেশনসহ সকল গ্রাহক গ্যাস সুবিধা থেকে বঞ্চিত হবেন। তিতাস গ্যাস কর্তৃপক্ষ তাদের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করেছে যে, শুধু উল্লিখিত এলাকাগুলোতেই নয়, এই সময়টিতে এর আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের চাপ স্বাভাবিকের চেয়ে অনেক কম থাকতে পারে। অর্থাৎ, গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ না হলেও, গ্যাসের স্বল্পতার কারণে অনেক গ্রাহককেই ভোগান্তিতে পড়তে হতে পারে। ডিএনডি খাল খনন প্রকল্পটি নারায়ণগঞ্জ ও ঢাকা জেলার জলাবদ্ধতা নিরসনে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পের কাজ দ্রæততার সাথে সম্পন্ন করার জন্য জরুরি ভিত্তিতে গ্যাস পাইপলাইন স্থানান্তরের প্রয়োজন হয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এই কাজটি দ্রæত শেষ করা জরুরি, আর তাই সাময়িক অসুবিধার জন্য তারা গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে। সাধারণত, এ ধরনের জরুরি মেরামতের কাজগুলো দ্রæত সম্পন্ন করার চেষ্টা করা হয়। তবে, দীর্ঘ ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সংশ্লিষ্ট এলাকার হাজার হাজার পরিবার, ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং শিল্প-কারখানার ওপর বড় ধরনের প্রভাব পড়বে। বিশেষ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্যাস না থাকায় রান্না-বান্নার কাজ থেকে শুরু করে বাণিজ্যিক ও শিল্প উৎপাদনও ব্যাহত হবে। অনেক পরিবারকে আগে থেকেই বিকল্প জ্বালানির ব্যবস্থা করে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ সংশ্লিষ্ট এলাকার সকল গ্রাহককে এই সাময়িক অসুবিধার জন্য প্রস্তুত থাকতে এবং ধৈর্য ধারণের জন্য আহŸান জানিয়েছে। তারা আশা করছে যে, পাইপলাইন স্থানান্তরের কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে এবং এরপর দ্রæততার সাথে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে। জরুরি প্রয়োজনে গ্যাস সংশ্লিষ্ট কোনো তথ্য জানার জন্য তিতাসের জরুরি হটলাইনে যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়েছে। এই গ্যাস বিচ্ছিন্নতার কারণে নারায়ণগঞ্জের সংশ্লিষ্ট এলাকাগুলোতে জনজীবনে কিছুটা ছন্দপতন ঘটবে বলে মনে করা হচ্ছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা