আজ মঙ্গলবার | ১ জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২ | ৫ মহর্‌রম ১৪৪৭ | বিকাল ৫:১৭

শিমরাইলের ফুটপাতে ফের আওয়ামী দোসরদের চাঁদাবাজি

ডান্ডিবার্তা | ০১ জুলাই, ২০২৫ | ১১:৩৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের সরকারি জমিতে অবৈধভাবে গড়ে উঠা ফুটপাতে ফের ৩ আওয়ামী দোসরদের নেতৃত্বে চাঁদাবাজি শুরু হয়েছে। দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষামতায় থাকাবস্থায় আওয়ামী দোসর দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন ও মো: রানার নেতৃত্বে দীর্ঘদিন চাঁদাবাজি করলেও সরকার পতনের পর তা প্রায় তিন মাস বন্ধ ছিলো বলে জানা গেছে। কিন্তু বর্তমানে এই তিন দোসরের নেতৃত্বে ফের আবারও চাঁদাবাজি চলছে নিরবে। এর মধ্যে মিরাজ ও ফারুক নামের দুই চাঁদাবাজ প্রতিদিন প্রায় দুই শতাধিক অস্থায়ী দোকান থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করছে। জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক দুই কাউন্সিলর মধ্যে আনোয়ার হোসেন ও মিয়া মোহাম্মদ নুর উদ্দিন এবং প্রভাবশালী মার্কেট মালিক হাবিবুল্লাহ হবুলের প্রত্যক্ষ মদদে তার ভাতিজা মো: রানা এবং সিদ্ধিরগঞ্জ আটি হাউজিং ফকির বাড়ী এলাকার বাসিন্ধা চিটাগাং রোডের হাজী নেকবর আলী মার্কেটের মালিক মরহুম হাজী আব্দুল মান্নানের দুই ছেলে দেলোয়ার ও আনোয়ার বীরদর্পে এ চাঁদাবাজী চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সূত্রে জানা যায়, প্রতিদিন গড়ে প্রায় দুই শতাধিক দোকান থেকে ১৫০ টাকা চাঁদা তুললে মাসে প্রায় ৯ লাখ চাঁদাবাজি করা হচ্ছে এই দোকান পাট থেকে। যার একটি বড় অংশ চলে যায় নাসিক ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মিয়া মোহাম্মদ নুর উদ্দিনের কাছে। বাকি অংশ নাসিক ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেনসহ মো: রানা, মো: দেলোয়ার হোসেন ও আনোয়ার হোসেনের কাছে চলে যায়। সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ের দক্ষিন পাশে সরকারী জমিতে অবৈধভাবে গড়ে উঠা ফুটপাতের দোকান থেকে চাঁদাবাজি করতে গিয়ে কাউন্সিলরের লোকসহ বিভিন্ন চাঁদাবাজরা বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতারও হয়েছেন। চাঁদাবাজির বিষয়ে জানতে চাইলে সত্যতা স্বীকার করে আনোয়ার হোসেন বলেন, আমি মিরাজকে দিয়ে বিদ্যুত বিলের টাকা নেই। তবে ১৫০ নয় শুধু ৫০ টাকা করে তোলা হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা