
ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লায় পৃথক অভিযানে মাদকদ্রব্য ও ধারালো অস্ত্রসহ দুজনকে আটক করেছে র্যাব-১১। গত রবিবার ফতুল্লা মাসদাইর এলাকায় চালানো হয় এই অভিযানগুলো। র্যাব-১১ একটি দল রবিবার সন্ধ্যা ৭টায় ফতুল্লা থানার দক্ষিণ মাসদাইর এলাকায় অভিযান চালায়। এসময় ১২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম ইয়াবার গুঁড়া, ১০০ গ্রাম গাঁজা এবং ১ বোতল ফেনসিডিলসহ মো. আল আমিন (৩৫) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত আল আমিন ফতুল্লা থানার মাসদাইর এলাকার আবুল হোসেনের ছেলে। তার কাছ থেকে মাদকদ্রব্য কেনাবেচার কাজে ব্যবহৃত ৪ লাখ ৫ হাজার ৭২০ টাকা এবং বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি জানিয়েছে, সে দীর্ঘদিন ধরে ফতুল্লা এলাকায় মাদকদ্রব্য কেনাবেচা ও সরবরাহ করে আসছিল। র্যাব-১১ জানিয়েছে, মাদক সংক্রান্ত অপরাধে জড়িতদের ধরতে তাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। একই দিনে সন্ধ্যা সাড়ে ৭টায় ফতুল্লার মাসদাইর ছোট কবরস্থান এলাকায় আরেকটি অভিযান চালায় র্যাব-১১। এই অভিযানে ৫টি ছোরা, ২টি চাইনিজ কুড়াল, ১টি লোহা কাটার, ২টি লোহার পাইপ (যার প্রতিটির মাথায় সাইকেলের চেইন স্পোকেট লাগানো), ১টি নকুল ডাস্টার এবং ১০০ গ্রাম গাঁজাসহ রেনু রিনা (৫৫) নামের এক নারীকে আটক করা হয়। আটককৃত রেনু রিনা নারায়ণগঞ্জ সদর থানার দক্ষিণ মাসদাইর এলাকার সহিদ মিয়া হোসেন আলীর মেয়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত নারী জানিয়েছে, সে দীর্ঘদিন ধরে ফতুল্লা থানা এলাকায় ভয়-ভীতি দেখিয়ে গাঁজা কেনাবেচা ও সরবরাহ করে আসছিল। র্যাব-১১ আরও জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য তাদের ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯