আজ মঙ্গলবার | ১ জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২ | ৫ মহর্‌রম ১৪৪৭ | বিকাল ৪:৩৬

ফতুল্লায় নারীসহ ২ জন আটক মাদক ও অস্ত্র উদ্ধার

ডান্ডিবার্তা | ০১ জুলাই, ২০২৫ | ১১:২৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লায় পৃথক অভিযানে মাদকদ্রব্য ও ধারালো অস্ত্রসহ দুজনকে আটক করেছে র‍্যাব-১১। গত রবিবার ফতুল্লা মাসদাইর এলাকায় চালানো হয় এই অভিযানগুলো। র‍্যাব-১১ একটি দল রবিবার সন্ধ্যা ৭টায় ফতুল্লা থানার দক্ষিণ মাসদাইর এলাকায় অভিযান চালায়। এসময় ১২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম ইয়াবার গুঁড়া, ১০০ গ্রাম গাঁজা এবং ১ বোতল ফেনসিডিলসহ মো. আল আমিন (৩৫) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত আল আমিন ফতুল্লা থানার মাসদাইর এলাকার আবুল হোসেনের ছেলে। তার কাছ থেকে মাদকদ্রব্য কেনাবেচার কাজে ব্যবহৃত ৪ লাখ ৫ হাজার ৭২০ টাকা এবং বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি জানিয়েছে, সে দীর্ঘদিন ধরে ফতুল্লা এলাকায় মাদকদ্রব্য কেনাবেচা ও সরবরাহ করে আসছিল। র‍্যাব-১১ জানিয়েছে, মাদক সংক্রান্ত অপরাধে জড়িতদের ধরতে তাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। একই দিনে সন্ধ্যা সাড়ে ৭টায় ফতুল্লার মাসদাইর ছোট কবরস্থান এলাকায় আরেকটি অভিযান চালায় র‍্যাব-১১। এই অভিযানে ৫টি ছোরা, ২টি চাইনিজ কুড়াল, ১টি লোহা কাটার, ২টি লোহার পাইপ (যার প্রতিটির মাথায় সাইকেলের চেইন স্পোকেট লাগানো), ১টি নকুল ডাস্টার এবং ১০০ গ্রাম গাঁজাসহ রেনু রিনা (৫৫) নামের এক নারীকে আটক করা হয়। আটককৃত রেনু রিনা নারায়ণগঞ্জ সদর থানার দক্ষিণ মাসদাইর এলাকার সহিদ মিয়া হোসেন আলীর মেয়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত নারী জানিয়েছে, সে দীর্ঘদিন ধরে ফতুল্লা থানা এলাকায় ভয়-ভীতি দেখিয়ে গাঁজা কেনাবেচা ও সরবরাহ করে আসছিল। র‍্যাব-১১ আরও জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য তাদের ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা