আজ মঙ্গলবার | ৮ জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২ | ১২ মহর্‌রম ১৪৪৭ | বিকাল ৩:৩৫

পনের বছর না’গঞ্জবাসী ছিল উন্নয়ন বঞ্চিত: সাখাওয়াত

ডান্ডিবার্তা | ০৮ জুলাই, ২০২৫ | ১১:২০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
“নারায়ণগঞ্জের গডফাদাররা গত ১৫ বছর জেলার কোনো উন্নয়ন করতে পারে নাই। নারায়ণগঞ্জ অন্যান্য জেলা থেকে অনেক অবহেলিত।” সরাসরি এই মন্তব্য করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহŸায়ক এড. সাখাওয়াত হোসেন খান, উন্নয়ন বঞ্চিত নারায়ণগঞ্জের চিত্র তুলে ধরেন। তিনি একইসাথে এই পরিস্থিতি থেকে উত্তরণে বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আস্থা রাখার আহŸান জানান এবং “একটি সুন্দর নারায়ণগঞ্জ” গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। গত রবিবার বিকেলে খানপুর এলাকায় নারায়ণগঞ্জ বার একাডেমী স্কুলের হলরুমে প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই আয়োজন করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ড বিএনপি। সাখাওয়াত হোসেন খানের কণ্ঠে ঝরে পড়ে ১৫ বছরের আক্ষেপ, “আমরা সুন্দর নারায়ণগঞ্জ চাই। ১৫ বছরে যে গুম-খুন নির্যাতন হয়েছে সেই নারায়ণগঞ্জ আমরা চাই না।” তিনি দৃঢ়ভাবে বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব। তার মতে, নারায়ণগঞ্জের ইতিপূর্বে বহু উন্নয়নের সাক্ষী হিসেবে বিএনপিই এ ক্ষেত্রে একমাত্র শক্তি। বাংলাদেশের বর্তমান সময়কে “অত্যন্ত গুরুত্বপূর্ণ” উল্লেখ করে সাখাওয়াত খান বলেন, “গত এক বছর পূর্বে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়ে এই বাংলাদেশে একটি অন্তর্র্বতীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে।” তিনি এটিকে একটি ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখেন, যেখানে এখন “কথায় কথায় মামলা হয় না, পালিয়ে থাকতে হয় না।” তিনি স্মরণ করেন ‘জুলাই বিপ্লবে’ ছাত্রদল, যুবদল ও বিএনপির অন্যান্য সংগঠনের আত্মত্যাগ এবং নিহত নেতা-কর্মীদের আত্মার মাগফিরাত কামনা করেন। নেতা-কর্মীদের প্রতি তার আহŸান, ধৈর্য ধরে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি যে নারীদের ‘অধিক গুরুত্ব’ দেয়, সে বিষয়ে আলোকপাত করেন এই বিএনপি নেতা। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উক্তি উল্লেখ করে বলেন, “নারী সমাজ এই দেশের অর্ধেক জনশক্তি। তারা যদি পিছিয়ে থাকে, অবহেলিত হয়, তাহলে দেশের উন্নয়ন কোনোভাবে সম্ভব নয়।” সাখাওয়াত খান জানান, বিএনপি নারী সমাজের প্রতি অধিক গুরুত্ব দেয় যাতে তারা দেশের জন্য বোঝা না হয়ে আশীর্বাদ হিসেবে গড়ে উঠতে পারে। তিনি তারেক রহমানের ৩১ দফা কর্মসূচিতে নারী শিক্ষা, চিকিৎসা, আইন, বৃদ্ধভাতা বৃদ্ধি এবং চাকরির সুযোগের মতো বিষয়গুলো বিস্তারিতভাবে অন্তর্ভুক্ত থাকার কথা তুলে ধরেন। বিএনপির বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, এবং নির্বাচনের বিরুদ্ধে চলমান “অনেক ষড়যন্ত্র” সম্পর্কে নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে সতর্ক থাকার আহŸান জানান তিনি। কিছু রাজনৈতিক দলের ‘পিআর পদ্ধতিতে’ নির্বাচন চাওয়ার বিষয়টিও তার বক্তব্যে উঠে আসে। নগরীর ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বরকতউল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবুর সঞ্চালনায় এই অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহŸায়ক মনির হোসেন খান, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এডড. এইচ এম আনোয়ার প্রধানসহ মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা