
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহŸায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন জনগণের পক্ষে থাকার জন্যে। জনগণের সুখে-দু:খে জনগণের পাশে থাকার জন্যে। আমরা যেন দেশ ও দেশের মানুষ যথা বন্দর ও নারায়ণগঞ্জের কল্যাণে কাজ করি। আর আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব সময় বলতেন জনগণে সকল ক্ষমতার উৎস। আর সেই কারণেই আমাদের নেতা তারেক রহমান আর পিতার আদর্শকে অনুকরণ ও লালন করে জনগণকে সকল ক্ষমতার উৎসে পরিনত করার জন্য আমাদেরকে আপনাদের কাছে পাঠিয়েছেন। জুলাই-আগস্টে আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল ও বন্দর থানা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। গতকাল মঙ্গলবার দুপুরে মদনপুরের কেওঢালায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময়ে জুলাই-আগস্টে আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করা হয়। এ সময় তিনি আরও বলেন, বিগত ১৫টি বছর এদেশের মানুষ অন্তত বিপদের মধ্যে ছিল। আপনারা দেখেছেন তৎকালীন সরকার নারায়ণগঞ্জকে একটি সন্ত্রাসের জনপদ হিসেবে পরিনত করেছিল। বন্দর ও সদরে তারা তাদের রাম রাজত্ব কায়েম করেছিল। তারা তাদের নিজস্ব কর্মী বাহিনী দিয়ে জনগণকে নির্যাতন ও নিপীড়ন করেছিল। তারা জনগণের সম্পদ লুটপাট করে দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা মালিক হয়েছেন এবং বিদেশে পাচার করেছে। এর থেকে বাংলাদেশকে উত্তরণ করতে হবে। আমরা চাই নারায়ণগঞ্জে আমরা সুখে-দুখে একসাথে বসবাস করতে। আমরা যারা বিএনপি করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের কর্মী, আমরা যারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ভালবাসি এবং দলের সিদ্ধান্তকে যারা পছন্দ করি মনে চলি আপনারা কেউ জনগণের বিপক্ষে যাবেন না জনগণকে হয়রানি করবেন না। জনগণের স্বার্থের বিরুদ্ধে কোন কাজ করবেন না। আমরা বলতে চাই কোন সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদকাসক্ত ব্যক্তি বিএনপিতে ঠাই নাই। বিএনপি তাদেরকে গ্রহণ করবে না। তিনি বলেন, আপনারা দেখেছেন জুলাই বিপ্লবের পরে দেশে একটি অন্তবর্তী কালীন সরকার গঠন করা হয়েছে। গত ১৫ বছরে এদেশের মানুষের যে ভোটার অধিকার হরণ করা হচ্ছে তা ফিরিয়ে দেওয়ার জন্য এবং দেশে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য এই সরকার গঠন করা হয়েছে। কিছু রাজনৈতিক দল আছে তারা নির্বাচনকে ভয় পায়। বিভিন্ন তালবাহানা করে নির্বাচনকে পিছিয়ে দিতে চায়। তারা চায় না এদেশে দ্রæত কোন একটি নির্বাচন হোক এবং জনগণ তাদের ভোটার অধিকার প্রতিষ্ঠা করুক। আমরা সেই অবস্থা হতে দিতে চাইনা। আমরা চাই অতি দ্রæত আগামী ফেব্রæয়ারি মাসের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে। আগামী রোজার আগেই এই নির্বাচন করতে হবে। তিনি আরও বলেন, আমরা চাই সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন। আর এই নির্বাচন যদি করতে হয় তাহলে আগে এই দেশে যারা আওয়ামী লীগের দোসর রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। যারা বিভিন্ন প্রশাসনের দফতরে গাপটি মেরে আওয়ামী লীগের দোসররা বসে আছে তাদেরকে আগে চিহ্নিত করে তাদেরকে চাকুরীতে অপসারণ করে বিচারের আওতায় আনতে হবে। বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আল আমিনের সভাপতিত্বে ও মদনপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহŸায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী নুরউদ্দিন, মহানগর বিএনপির আহŸায়ক কমিটির সদস্য হুমায়ূন কবির, শাহিন আহমেদ, বন্দর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাওলাদ মাহমুদ, বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ধামগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মহসিন, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক সোহেল প্রধান, টঅবিএনপি নেতা আমান উল্লাহ, গিয়াস উদ্দিন, আবু হানিফ, বন্দর ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক আনন্দসহ ছাত্রদলের নেতৃবৃন্দ।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯