
বন্দর প্রতিনিধি
ছাদ ও দেওয়ালে ধরছে ফাটল। অধিকাংশ স্থানে খসে পড়ছে পলেস্তারা। বেড়িয়ে পড়েছে রড, সামান্য বৃষ্টিতেই ফাটল ধরা ছাদ থেকে পড়ছে পানি। খসে পড়ছে উইপোকায় নষ্ট করা দরজা-জানালা সহ অন্যান্য উপকরণ। বাঁশ আর কাঠের খুঁটিতে ঠেস দিয়ে রাখা হয়েছে সিঁড়ি ও ছাদ। শঙ্কায় রয়েছে বাসিন্দারা যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। এ অবস্থায় ঝুঁকি নিয়েই জরাজীর্ণ ভবনে বসবাস করছেন প্রায় ১০টি পরিবারের অর্ধশাতাধিক মানুষ। ভবনটি এতটাই খারাপ অবস্থায় আছে যে, যেকোন সময়ে ভেঙে পড়তে পারে এবং এতে বড় ধরনের দুঘর্টনা ঘটতে পারে। এমনই বেহাল অবস্থা নাসিক ২২নং ওয়ার্ডের বাবুপাড়া এলাকায় মৃত সামছুল হকের তিন তলা বিশিষ্ট ঝুঁকিপূর্ন ভবন। সরেজমিন দেখা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডে ব্যাক্তি মালিকানাধীন জরাজীর্ণ তিন তলা ভবনের দরজা-জানালা, সিঁড়ি, ছাদের পলেস্তার এবং ছাদ ফুঠো হয়ে খসে গেছে একাধিক জায়গায়। সিঁড়িতে বাঁশ, কাঠ এবং ইট দিয়ে ঠেস দিয়ে রাখা হয়েছে। অথচ ভবনের ফ্ল্যাটে ঝুঁকি নিয়ে থাকছেন প্রায় ১০টি পরিবারের লোকজন। এলাকাবাসী জানান, বাবুপাড়া এলাকায় প্রায় ১শ’ বছরের পুরনো তিনতলা বিশিষ্ট মৃত সামছুল হকের বাড়িটি। এই বাড়িতে তার দুই ছেলে আল আমিন ও আজম থাকেন এবং প্রায় ১০টি পরিবার বাসাভাড়া নিয়ে বসবাস করছে। পুরনো এই বিল্ডিং এর দোয়াল থেকে শুরু করে বাড়ির ছাদও খসে খসে পড়ে যাচ্ছে। এবং বাড়িটির আশেপাশে চলাচলরত মানুষ রয়েছে আতঙ্কে, প্রতিনিয়তই বিল্ডিং এর পলেস্তার, দেওয়াল ফাটলের খসা চলাচলরত আশপাশের মানুষের ওপর পড়ে দুঘর্টনা শিকার হচ্ছেন। এলাকাবাসী আরও জানান, কিছুদিনও আগেও একজনের মাথা ফেটে গেছে ইটের খসা পড়ে। এই নিয়ে বিচার শালিস হলেও কোন সমাধান পাচ্ছেনা এলাকাবাসী। যার কারণে আশেপাশের বাড়ির মানুষ সহ চলাচলরত মানুষরা আতঙ্কে থাকেন। যেকোন মুহুর্তে ভেঙে পড়তে পারে ভবনটি। এলাকাবাসীর রক্ষার্থে ঝুঁকিপূর্ন ভবনটি ভেঙে ফেলার জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছেন।
ই-
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯