আজ বুধবার | ৯ জুলাই ২০২৫ | ২৫ আষাঢ় ১৪৩২ | ১৩ মহর্‌রম ১৪৪৭ | বিকাল ৩:৫৭

নগরভবন আওয়ামী দোসরদের কব্জায়

ডান্ডিবার্তা | ০৯ জুলাই, ২০২৫ | ১১:২২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এখনো আওয়ামী দোসরদের দখলে। সাবেক মেয়র আইভী কারাগারে থাকলেও তার সহযোগিরা সিটি করপোরেশন দখল করে আছে। যার প্রতিনিয়ত খবর রাখছেন সাবেক মেয়র আইভী। এমন অভিযোগ সিটি করপোরেশনের একাধিক সূত্রের। নাম প্রকাশ না করার শর্তে সিটি করপোরেশনের একাধিক কর্মচারী জানান, সিটি করপোরেশনে আওয়ামী দোসরদের মধ্যে রয়েছে সচিব কুতুবুল আলম যিনি ছিলেন সাবেক আইন মন্ত্রীর পিএস। যাকে ডিসি থেকে ডিমোশন দিয়ে একটি সিটি করপোরেশনের সচিব বানানো হয়। আরো রয়েছে গোপালী মিরাজ। যে প্রতি নিয়ত নগর ভবনে আওয়ামীলীগের বহিরাগতদের নিয়ে গোপন মিটিং করে আইভীকে জানান। তার সহযোগি রয়েছে আরেক দুর্নীতিবাজ হুমায়ূন। যিনি চাঁদপুরের কচুয়া যুবশীগ নেতা। সে আওয়ামীলীগের মন্ত্রী মায়া চৌধুরীর মাধ্যমে গাজীপুর সিটি করপোরেশনে চাকুরি পায়। সেখানে তার ক্যালেঙ্কারী ধরা পরার পর তাকে পাঠানো হয় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পৌর সভা। সেখানে সে কোটি কোটি টাকা তছরুপ করার অভিযোগ রয়েছে। পরে সিদ্ধিরগঞ্জ পৌরসভা সিটি করপোরেশনের অর্ন্তভ’ক্ত হওয়ার পর সে চলে আসে নগর ভবনে। তিনি সাবেক মেয়র আইভীর আস্থাভজন হয়ে উঠে। গোপালী মিরাজ সিটি করপোরেশনের সমাজসেবা ও বস্তি উন্নয়ন কর্মকর্তার দায়িত্ব পালন করেন। বিকাল ৫টায় অফিসের সময় শেষ হলেও সে রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত নগর ভবনে তার সহযোগি ও বাহিরাগত আওয়ামী দোসরদের নিয়ে গোপন বৈঠক করার অভিযোগ রয়েছে। তার সহযোগিদের মধ্যে হুমায়ূন, ইউসুফ, মহীদ, আরিফ, শামীম, নাজির, নিঝুম, সেলিম, টিপু ও রতন বাবু। নগর ভবনের দারোয়ার নূর ইসলাম তাদের নিরাপত্তা দিয়ে নগর ভবনের অভ্যান্তরে আওয়ামী দোসরদের গোপন বৈঠকের সুযোগ করে দেয়। প্রায় সময় এ গোপন বৈঠক করে তারা। তারা নগরবাসীদের সেবার নামে বিভিন্ন ভাবে নাজেহাল করে সরকারের দুর্নাম করার পায়তারায় লিপ্ত রয়েছে বলে একাধিক কর্মচারী অভিযোগ করেন। আওয়ামী দোসররা দম্ভক্তি করে বলে বেড়ায় সাবেক মেয়র আইভী কারাগারে থাকলে কি হবে নগর ভবনের সব কিছু চলে তার ইশারায়। এদিকে মেরাজ আওয়ামী শক্তি বাড়াতে শুরু করেছে নয়া কৌশল। সে নিয়োগ বানিজ্যে মেতে উঠেছে। বর্তমানে মশক নিধন কর্মী নিয়োগের আবেদন নেয়া শুরু হয়েছে। আর আবেদনগুলি এই গোপালী মিরাজের হাতে এসে পৌছে। সে টাকা ও আওয়ামী পরিবারের লোক যাচাই করে নিয়োগ দেয়ার পায়তারা করছে। এদিকে নগর ভবনে সেবা গ্রহীতা এসে বলেন, স্বৈারাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও এখন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে স্বৈারাচারদের প্রেতাত্মারা রয়েছে। তারা সেবার নামে জনগণের পকেট কাটছে। তাদের কবল থেকে সিটি করপোরেশনকে রক্ষার জন্য এ সকল আওয়ামী দোসরদের নারায়ণগঞ্জ সিটি করপোরেশন থেকে সরানোর দাবি জানান। সেবা গ্রহীতারা আরো বলেন, এসকল আওয়ামী দোসরদের সম্পদের তদন্ত করলে তাদের অপকর্মের অনেক ফিরিস্তি বেরিয়ে আসবে। এ ব্যপারে সিটি করপোরেশনের প্রশাসককে ফোন করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা