
ডান্ডিবার্তা রিপোর্ট
দেশের বিভিন্ন স্থানের ন্যায় বন্দর উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা মদনপুর বাস স্ট্যান্ডে ও বিভিন্ন মার্কেটের দোকানপাটে দিনের পর দিন প্রতারক চক্র মানুষকে বিভিন্ন ফাদে ফেলে প্রতারণা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে মদনপুর স্ট্যান্ডের ফুলহর ইসলামিয়া সুপার মার্কেটের ফ্যান্টাসী এসি সেলুনে কাস্টমার সেজে এক প্রতারক অত্র সেলুনের রবিন নামে এক কর্মচারীর ১৪ হাজার ১ শত টাকা মূল্যের নতুন একটি মোবাইল ফোন হাতিয়ে নিয়েছে। রবিন ভোলা জেলার বোরহানউদ্দিন থানার দক্ষিণ সৈয়দপুর গ্রামের বাসিন্দা এবং সে গত ৩ মাস যাবৎ অত্র ফ্যান্টাসী এসি সেলুনে কাজ করছে। জানা গেছে, গত শুক্রবার বিকেল আনুমানিক ৪ টায় কাস্টমার সেজে এক প্রতারক কারিগর রবিনকে মদনপুর ইউনিয়নের কলাবাড়ি এলাকায় এক শিল্পপতির চুল কাটা, সেভ ও দাড়ি কালারের কথা বলে বাসায় নিতে আসে। ১ হাজার ৮ শত টাকায় এ সার্ভিস দেয়ার জন্য সম্মত হয়ে রবিনকে মার্কেটের সামনে থেকে একটি রিক্সাযোগে মদনপুর স্ট্যান্ডের দক্ষিণ থেকে উত্তর প্রান্তে যাবার পর টেস্ট অব টাউন নামক একটি রেস্টুরেন্টে গিয়ে খাবার অর্ডার দিয়ে রবিনকে কফি খেতে দেয়। এসময় মোবাইলে রিচার্জ নেই বলে ওই প্রতারক ব্যক্তি সেলুনের কারিগর রবিনের মোবাইল সেটটি ১ মিনিট কথা বলার জন্য নিয়ে কৌশলে কেটে পড়ে। ভুক্তভোগী রবিন বলেন, কফি খাওয়ার সময় আমি কিছুক্ষণের জন্য স্মৃতিভ্রম হয়ে পড়ি। তখন চাওয়া মাত্র প্রতারককে আমি আমার ফোনটি দিয়ে দেই। কফির সাথে অচেতন করার জন্য কিছু মেশানো থাকতে পারে বলে আমার ধারণা। তৎক্ষনাৎ প্রতারক আমার মোবাইল ফোনটি নিয়ে কেটে পড়ে, বহু খোঁজার পরেও ওই প্রতারককে আর দেখতে পাইনি এবং সাথে সাথে আমার সিমটি বন্ধ করে দিয়েছে প্রতারক চক্র। এ ঘটনায় ফ্যান্টাসী এসি সেলুনের ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবেদিন বলেন, ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। সিসি ক্যামেরার ফুটেজে আমরা প্রতারককে দেখেছি, সে আমাদের অত্র অঞ্চলের নয়। কফি খেয়ে আমার সেলুনের কর্মচারী রবিন স্মৃতিভ্রম হয়ে পড়ে। কিছু কিছু রেস্টুরেন্টের যোগসাজশে প্রতারকরা তারা প্রতারণার কাজ করে অসহায় মানুষকে সর্বশান্ত করছে। প্রতারক চক্র নির্মূলে নজরদারী বাড়ানোর জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি। এ বিষয়ে বন্দর থানাধীন নিকটস্থ ধামগড় ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জাকির হোসেন বলেন, ‘প্রতারক চক্রদের ধরতে আমাদের নজরদারী অব্যাহত আছে, এ নজরদারী সামনে আরো বাড়ানো হবে’।
ই-
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯