
ডান্ডিবার্তা রিপোর্ট
সম্প্রতি দলীয় কার্যকমে জেলা বিএনপির কর্মসূচি নিয়ে নানা ব্যর্থতার অভিযোগ করছেন একাধিক বিএনপি নেতা। তারা বলছেন, বিগত সময়ের চেয়ে বর্তমান কমিটি অনকেটা ব্যর্থ। তারা নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছেনা। এদিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৩৩ সদস্য বিশিষ্ট উন্নতিকরণ কমিটি গঠনের পর ও বিতর্ক যেন পিছু ছাড়ছে না জেলা বিএনপির নেতাকর্মীদের। কমিটি গঠনের ৫ মাসেও জেলা বিএনপিকে সাংগঠনিক শক্তি করতে নেই কোন প্রকারের পদক্ষেপ। তা ছাড়া জেলা বিএনপির বর্তমান আহŸায়কের প্রেসক্রিপশনে জেলা বিএনপির উন্নতি কমিটি গঠন হলে ও নেতাকর্মীদের নেই দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার পরিকল্পনা। তাছাড়া জেলার আওতাধীন ১০টি ইউনিট কমিটিই জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের স্বাক্ষরে হলে ও এখনো সেই ইউনিট কমিটিগুলো ভেঙে পূর্ণ গঠন না করায় বর্তমানে জেলা বিএনপির আওতাধীন প্রতিটি ইউনিট কমিটিসহ ইউনিয়ন, ওয়ার্ড কমিটিগুলোতে দ্ব›দ্ব প্রকাশ্যে হয়ে উঠেছে। যাকে ঘিরে বর্তমানে তারেক রহমানের ঘোষিত নতুন সদস্য ফরম নবায়ন কর্মসূচিগুলোতে কান জায়গায় আহŸায়ক অন্য সদস্যদের নিয়ে কর্মসূচি করছে আবার অন্য দিকে কিছু কিছু জায়গায় ভারপ্রাপ্ত আহŸায়ক আবার অনেক স্থানে নবায়ন কর্মসূচি একই স্থানে এক সংগঠনের দুই ব্যানারে হচ্ছে। ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত যে ঐক্যের যাক তা গত ৫ মাসে দিতে পারেনি জেলা বিএনপির নেতৃবৃন্দ। তা ছাড়া জেলা বিএনপি ৩৩ সদস্য বিশিষ্ট হলে ও বর্তমানে নবায়ন কর্মসূচিগুলোতে ৩/৪ সদস্য ছাড়া এর বেশি লক্ষ্য করা যায়নি। যাকে ঘিরে এতে ও জেলা বিএনপির মূল সংগঠনের কমিটিও অঐক্য তা প্রকাশ্যে রয়েছে। অন্যদিকে জেলা বিএনপির আওতাধীন ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ জেলার আওতাধীন হলে ও ফতুল্লার কুতুবপুর ইউনিয়নে অবৈধ ভারপ্রাপ্ত আহŸায়কের সভাপতিত্বে সদস্য নবায়ন ফরম কর্মসূচি পালিত হয়। একই সাথে এনায়েতনগর ইউনিয়নে বিভিক্ত করা দুই স্থানে সদস্য নবায়ন ফরম কর্মসূচি, ফতুল্লা থানা বিএনপি নেতার এক নেতার সভাপতিত্বে ফতুল্লা ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ফরম কর্মসূচি হয় যেখানে আহŸায়ক ও সদস্য সচিব কেউ ছিলো না। এ ছাড়া সিদ্ধিরগঞ্জে থানা বিএনপির আয়েজিত সদস্য নবায়ন ফরম কর্মসূচি পালিত হলে ও সেখানে সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কেউই ছিলো না। যা নিয়ে নানান বিতর্ক উঠছে জেলা বিএনপি জুড়ে। এদিকে জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মাসুকুল ইসলাম রাজীব। প্রতিটি পোগ্রামেই ভারপ্রাপ্ত সভাপতি আবার কোন কোন জায়গায় সভাপতি আছে সাধারণ সম্পাদক নেই। এমন নানান ঘটনার সম্মূখিন হয়ে নেতাদের উপরে ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া নির্বাচনকে ঘিরে নেতাকর্মীদের দ্রæত ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ বারবারই দিয়ে আছেন কিন্তু কোন দ্ব›দ্ব ও অনঐক্যের বেড়াজালেই আটকে আছে জেলা বিএনপিসহ সকল ইউটিন এবং ওয়ার্ড-ইউনিয়নের নেতাকর্মীরা। এদিকে বর্তমানে সদস্য নবায়ন ফরম কর্মসূচি পালনে ফতুল্লার প্রতিটি ইউনিয়ন ও সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ড একে একে চষে বেড়াচ্ছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ১নং সদস্য আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিন। তা ছাড়া জেলা বিএনপির বর্তমান কমিটির নেতৃত্বে নবায়ন কর্মসূচি পালন যেন বোঝা প্রায়। তা ছাড়া অনঐ্যরে বেড়াজালে আটকে জেলা বিএনপির ঘাড়ে ব্যর্থতার চাপ। সূত্র বলছে, চলতি বছরের ২ ফেব্রæয়ারী জেলা বিএনপিকে গতিশীল করতে ৫ সদস্য বিশিষ্ট আহŸায়ক কমিটি ঘোষণা করেন বিএনপির হাইকমান্ড। একই সাথে কমিটি যেন দুইভাগে বিভক্ত না হয়ে পরে সেই দিকে লক্ষ্য রেখে দেওয়া হয়নি কাউকে সদস্য সচিব। পরবর্তীতে গত ২৪ মার্চ কমিটিকে উন্নতি করলে ও আহŸায়ক অধ্যাপক মামুন মাহমুদ, সিনিয়র যুগ্ম আহŸায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, যুগ্ম আহŸায়ক মাসুকুল ইসলাম রাজীব। এই তিন নেতাকে জেলা বিএনপির সাইনিং পাওয়া দেওয়া হয়। কিন্তু সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়নি কোন নেতাকর্মীদের। তাছাড়া উন্নিত কমিটির ৭৫ দিনে ও জেলা বিএনপির কোন সক্রিয়তা বা গতিশীলতা লক্ষ্য করা যায়নি। তা ছাড়া কমিটি দেওয়ার পরবর্তীতে নির্দেশ ছিলো দ্রæত ইউনিট কমিটি ভেঙে পূনরায় সম্মেলনের মাধ্যমে গঠন করে নিজেদের কমিটির সম্মেলন দেওয়ার জন্য। কিন্তু দলীয় নির্দেশনার বাহিরে গিয়ে নিজস্ব দ্ব›েদ্ব কোন প্রকারের সক্রিয়তা বা ঐক্য লক্ষ্য করা যাচ্ছে না জেলা বিএনপিতে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯