আজ রবিবার | ১৩ জুলাই ২০২৫ | ২৯ আষাঢ় ১৪৩২ | ১৭ মহর্‌রম ১৪৪৭ | সন্ধ্যা ৬:৩২
শিরোনাম:
ব্যর্থতার গøানি নিয়ে চলছে জেলা বিএনপি    ♦     অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন তারেক জিয়ার প্রশ্ন    ♦     বিএনপি কি নিজেদের ঘর পরিষ্কার করবে?    ♦     সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজ বাহিনী সক্রিয়    ♦     শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার    ♦     পুরানো রূপে ফিরছে মীর জুমলা সড়ক    ♦     তিন শ’ শয্যা হাসপাতালে ডেঙ্গু পরিস্থিতি পরিদর্শনে ডিসি    ♦     সোহাগ হত্যার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ    ♦     সোনারগাঁয়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে প্রচারপত্র বিতরণ    ♦     জুলাই বিপ্লবে শহীদের পরিবার ও আহতদের রাষ্ট্রিয় মর্যাদায় পুনর্বাসন করতে হবে    ♦    

ব্যর্থতার গøানি নিয়ে চলছে জেলা বিএনপি

ডান্ডিবার্তা | ১৩ জুলাই, ২০২৫ | ১০:৫৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সম্প্রতি দলীয় কার্যকমে জেলা বিএনপির কর্মসূচি নিয়ে নানা ব্যর্থতার অভিযোগ করছেন একাধিক বিএনপি নেতা। তারা বলছেন, বিগত সময়ের চেয়ে বর্তমান কমিটি অনকেটা ব্যর্থ। তারা নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছেনা। এদিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৩৩ সদস্য বিশিষ্ট উন্নতিকরণ কমিটি গঠনের পর ও বিতর্ক যেন পিছু ছাড়ছে না জেলা বিএনপির নেতাকর্মীদের। কমিটি গঠনের ৫ মাসেও জেলা বিএনপিকে সাংগঠনিক শক্তি করতে নেই কোন প্রকারের পদক্ষেপ। তা ছাড়া জেলা বিএনপির বর্তমান আহŸায়কের প্রেসক্রিপশনে জেলা বিএনপির উন্নতি কমিটি গঠন হলে ও নেতাকর্মীদের নেই দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার পরিকল্পনা। তাছাড়া জেলার আওতাধীন ১০টি ইউনিট কমিটিই জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের স্বাক্ষরে হলে ও এখনো সেই ইউনিট কমিটিগুলো ভেঙে পূর্ণ গঠন না করায় বর্তমানে জেলা বিএনপির আওতাধীন প্রতিটি ইউনিট কমিটিসহ ইউনিয়ন, ওয়ার্ড কমিটিগুলোতে দ্ব›দ্ব প্রকাশ্যে হয়ে উঠেছে। যাকে ঘিরে বর্তমানে তারেক রহমানের ঘোষিত নতুন সদস্য ফরম নবায়ন কর্মসূচিগুলোতে কান জায়গায় আহŸায়ক অন্য সদস্যদের নিয়ে কর্মসূচি করছে আবার অন্য দিকে কিছু কিছু জায়গায় ভারপ্রাপ্ত আহŸায়ক আবার অনেক স্থানে নবায়ন কর্মসূচি একই স্থানে এক সংগঠনের দুই ব্যানারে হচ্ছে। ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত যে ঐক্যের যাক তা গত ৫ মাসে দিতে পারেনি জেলা বিএনপির নেতৃবৃন্দ। তা ছাড়া জেলা বিএনপি ৩৩ সদস্য বিশিষ্ট হলে ও বর্তমানে নবায়ন কর্মসূচিগুলোতে ৩/৪ সদস্য ছাড়া এর বেশি লক্ষ্য করা যায়নি। যাকে ঘিরে এতে ও জেলা বিএনপির মূল সংগঠনের কমিটিও অঐক্য তা প্রকাশ্যে রয়েছে। অন্যদিকে জেলা বিএনপির আওতাধীন ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ জেলার আওতাধীন হলে ও ফতুল্লার কুতুবপুর ইউনিয়নে অবৈধ ভারপ্রাপ্ত আহŸায়কের সভাপতিত্বে সদস্য নবায়ন ফরম কর্মসূচি পালিত হয়। একই সাথে এনায়েতনগর ইউনিয়নে বিভিক্ত করা দুই স্থানে সদস্য নবায়ন ফরম কর্মসূচি, ফতুল্লা থানা বিএনপি নেতার এক নেতার সভাপতিত্বে ফতুল্লা ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ফরম কর্মসূচি হয় যেখানে আহŸায়ক ও সদস্য সচিব কেউ ছিলো না। এ ছাড়া সিদ্ধিরগঞ্জে থানা বিএনপির আয়েজিত সদস্য নবায়ন ফরম কর্মসূচি পালিত হলে ও সেখানে সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কেউই ছিলো না। যা নিয়ে নানান বিতর্ক উঠছে জেলা বিএনপি জুড়ে। এদিকে জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মাসুকুল ইসলাম রাজীব। প্রতিটি পোগ্রামেই ভারপ্রাপ্ত সভাপতি আবার কোন কোন জায়গায় সভাপতি আছে সাধারণ সম্পাদক নেই। এমন নানান ঘটনার সম্মূখিন হয়ে নেতাদের উপরে ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া নির্বাচনকে ঘিরে নেতাকর্মীদের দ্রæত ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ বারবারই দিয়ে আছেন কিন্তু কোন দ্ব›দ্ব ও অনঐক্যের বেড়াজালেই আটকে আছে জেলা বিএনপিসহ সকল ইউটিন এবং ওয়ার্ড-ইউনিয়নের নেতাকর্মীরা। এদিকে বর্তমানে সদস্য নবায়ন ফরম কর্মসূচি পালনে ফতুল্লার প্রতিটি ইউনিয়ন ও সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ড একে একে চষে বেড়াচ্ছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ১নং সদস্য আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিন। তা ছাড়া জেলা বিএনপির বর্তমান কমিটির নেতৃত্বে নবায়ন কর্মসূচি পালন যেন বোঝা প্রায়। তা ছাড়া অনঐ্যরে বেড়াজালে আটকে জেলা বিএনপির ঘাড়ে ব্যর্থতার চাপ। সূত্র বলছে, চলতি বছরের ২ ফেব্রæয়ারী জেলা বিএনপিকে গতিশীল করতে ৫ সদস্য বিশিষ্ট আহŸায়ক কমিটি ঘোষণা করেন বিএনপির হাইকমান্ড। একই সাথে কমিটি যেন দুইভাগে বিভক্ত না হয়ে পরে সেই দিকে লক্ষ্য রেখে দেওয়া হয়নি কাউকে সদস্য সচিব। পরবর্তীতে গত ২৪ মার্চ কমিটিকে উন্নতি করলে ও আহŸায়ক অধ্যাপক মামুন মাহমুদ, সিনিয়র যুগ্ম আহŸায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, যুগ্ম আহŸায়ক মাসুকুল ইসলাম রাজীব। এই তিন নেতাকে জেলা বিএনপির সাইনিং পাওয়া দেওয়া হয়। কিন্তু সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়নি কোন নেতাকর্মীদের। তাছাড়া উন্নিত কমিটির ৭৫ দিনে ও জেলা বিএনপির কোন সক্রিয়তা বা গতিশীলতা লক্ষ্য করা যায়নি। তা ছাড়া কমিটি দেওয়ার পরবর্তীতে নির্দেশ ছিলো দ্রæত ইউনিট কমিটি ভেঙে পূনরায় সম্মেলনের মাধ্যমে গঠন করে নিজেদের কমিটির সম্মেলন দেওয়ার জন্য। কিন্তু দলীয় নির্দেশনার বাহিরে গিয়ে নিজস্ব দ্ব›েদ্ব কোন প্রকারের সক্রিয়তা বা ঐক্য লক্ষ্য করা যাচ্ছে না জেলা বিএনপিতে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা