আজ রবিবার | ১৩ জুলাই ২০২৫ | ২৯ আষাঢ় ১৪৩২ | ১৭ মহর্‌রম ১৪৪৭ | বিকাল ৫:১৩
শিরোনাম:
ব্যর্থতার গøানি নিয়ে চলছে জেলা বিএনপি    ♦     অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন তারেক জিয়ার প্রশ্ন    ♦     বিএনপি কি নিজেদের ঘর পরিষ্কার করবে?    ♦     সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজ বাহিনী সক্রিয়    ♦     শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার    ♦     পুরানো রূপে ফিরছে মীর জুমলা সড়ক    ♦     তিন শ’ শয্যা হাসপাতালে ডেঙ্গু পরিস্থিতি পরিদর্শনে ডিসি    ♦     সোহাগ হত্যার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ    ♦     সোনারগাঁয়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে প্রচারপত্র বিতরণ    ♦     জুলাই বিপ্লবে শহীদের পরিবার ও আহতদের রাষ্ট্রিয় মর্যাদায় পুনর্বাসন করতে হবে    ♦    

জুলাই বিপ্লবে শহীদের পরিবার ও আহতদের রাষ্ট্রিয় মর্যাদায় পুনর্বাসন করতে হবে

ডান্ডিবার্তা | ১৩ জুলাই, ২০২৫ | ১০:৩৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলন-জুলাই বিপ্লবের শহীদের পরিবার ও আহতদের রাষ্ট্রীয় মর্যাদা এবং পুনর্বাসন করতে হবে। গতকাল শনিবার বিকালে তারাবো পৌরসভা মিলনায়তনে আয়োজিত বৈষম্যবিরোধী আন্দোলন ও জুলাই বিপ্লবে শহীদ হওয়া রূপগঞ্জের কৃতি সন্তানসহ সকল বীর শহীদ ও আহতদের সম্মানে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। উপজেলার তারাব ও কাঞ্চন পৌরসভার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভায় সভাপতিত্ব করেন নারায়ণঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব নাসির উদ্দিন নাসির। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শহীদ ফারহান ফাইয়াজের পিতা আলহাজ্ব শহীদুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান, নারাণয়গঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম ইমন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু মোহাম্মদ মাসুম প্রমুখ। কাজী মনিরুজ্জামান বলেন, জুলাই বিপ্লবের শহীদের অধিকাংশই কোন দলের অন্তর্ভুক্ত নয়। জুলাই বিপ্লবে আমাদের রূপগঞ্জের কৃতি সন্তান শহীদ ফারহান ফাইয়াজ, শহীদ সাইফুল হাসান দুলাল ও শহীদ মাহমুদুর রহমান সোহেলসহ সকল বীর শহীদ ও আহত শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তারা জাতির যোদ্ধা। তাদের আত্মত্যাগ যেন অবমূল্যায়িত না হয়, তা নিশ্চিত করতে হবে। তাদের পরিবারের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট হাসিনার জুলুম নির্যাতনের শিকার সকলকে মূল্যায়ন করতে হবে। রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন আনতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ স্বৈরাচার হতে না পারে। তবেই জুলাই বিপ্লব সার্থক হবে। পরে শহীদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রæত সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা