
ডান্ডিবার্তা রিপোর্ট
সোনারগাঁয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা অডিটোরিয়ামে সোনারগাঁ সংঘের আয়োজনে এ মত বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড.একে লুৎফুর কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সিদ্দিক জোবায়ের। প্রধান অতিথির বক্তব্যে সিদ্দিক জোবায়ের বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মুল ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা। তাই প্রাথমিক বিদ্যালয় থেকে আমাদের কাজ শুরু করতে হবে। আমরা সরকার থেকে এবছর সিদ্ধান্ত নিয়েছিলাম এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কোন অতিরিক্ত নাম্বার (গ্রেস) দেওয়া হবেনা। এ বছর অতিরিক্ত নাম্বার না দেওয়ার কারনে আমাদের এসএসসির ফলাফলে এ অবস্থা। তাই এ ধারা অব্যাহত রাখতে হবে। শিক্ষার্থী শিক্ষক ও অবকাঠামোর এই তিনটি হচ্ছে মুল। মান সম্মত শিক্ষা ঠিক রাখতে হলে অবকাঠামো ঠিক রাখতে হবে। আমরা শুনি এবং ভুলে যাই, যা দেখি তা মনে রাখার চেষ্টা করি এবং যা বাস্তবে কাজ করি তা মনে ধারন করি। একটি বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে একটি স্বপ্ন দেখা শুরু করে। আমরা তো চাকরি করি না আমরা ভবিষ্যৎ নাগরিক তৈরি করি। তাহলে আমার সোনারগাঁওয়ের শিক্ষার্থীরা ও শিক্ষকরা কেন নানা সমস্যার সম্মুখীন হতে হয়? আমার সোনারগায়ে শিক্ষার ক্ষেত্রে আবার সু-বাতাশ বইবে। তিনি আরও বলেন, সোনারগাঁয়ে শিক্ষার ক্ষেত্রে যতো সমস্যা আছে আমি আমার সর্বোচ্চ দিয়ে সমাধান করার চেষ্টা করবো। আমরা বিভাজন শিক্ষা দেখতে চাইনা। একমুখী শিক্ষা ব্যাবস্থা দেখতে চাই। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক ড. শায়লা নাসরিনের সভাপতিত্বে বক্তব্য দেন, সাবেক অতিরিক্ত সচিব শেখ মোহাম্মদ বিল্লাল হোসাইন, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ফারজানা রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, ডেমরা কলেজের অধ্যক্ষ নুরে আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, সোনারগাঁ সংঘের সাধারণ সম্পাদক সামছুল আলম পনির প্রমুখ।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯