আজ শুক্রবার | ১৮ জুলাই ২০২৫ | ৩ শ্রাবণ ১৪৩২ | ২২ মহর্‌রম ১৪৪৭ | সন্ধ্যা ৬:১৩

বৈষম্য বিরোধী মামলায় ৪ জন আটক

ডান্ডিবার্তা | ১৮ জুলাই, ২০২৫ | ১২:১৩ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের একটি মামলা এবং সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর গ্রেপ্তারের সময় পুলিশের কাজে বাধা প্রদানের ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ নাছির আহমদ। গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর ভূইয়াপাড়া ৪৪৪ শাহ সুজা রোড এলাকার মৃত বরজাহান ভূঁইয়ার ছেলে মো. মিঠু ভূঁইয়া (৪৫)। সে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলা নং-৪(৯)২৪ এর আসামি ও আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর ডিস বাবুর ক্যাডার হিসেবে পরিচিত। পশ্চিম দেওভোগ এল এন রোড এলাকার মৃত ইমান আলীর ছেলে সোহেল (৫০)। সাবেক মেয়র আইভী রহমানের গ্রেফতারের সময় পুলিশের কাজে বাধা প্রদানের ঘটনায় দায়ের করা হয়েছিল এবং একই মামলার আসামিমৃত শাহীনের ছেলে মোহাম্মদ রিয়াদ হোসেন (৩০), মৃত মো. সোলমান মিয়ার ছেলে মেহেদী হাসান তুহিন (২৭)। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ নাছির আহমদ বলেন, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করেছে। ওই অভিযানে শহীদনগর এলাকা থেকে ১জন ও দেওভোগ এলাকা থেকে ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতোমধ্যে তাদের কাঙ্খিত মামলায় আদলতে প্রেরণ করা হয়েছে। আমাদের অভিযান অব্যহত থাকবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা