আজ শুক্রবার | ১৮ জুলাই ২০২৫ | ৩ শ্রাবণ ১৪৩২ | ২২ মহর্‌রম ১৪৪৭ | বিকাল ৫:৫৪

সোহাগ হত্যায় উত্তপ্ত রাজনীতি

ডান্ডিবার্তা | ১৮ জুলাই, ২০২৫ | ১২:৩৫ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
রাজধানীর পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ নিয়ে বিএনপির বিরুদ্ধে নানা প্রকার মন্তব্য ¯েøাগান দেন জামায়াতসহ এনসিপির নেতারা। কারণ যুবদলের চাঁদা আদায়ের কারণে এই হত্যাকান্ড প্রথমে চাউর হলেও পরবর্তীতে ব্যবসায়ীক বিরোধে এই হত্যাকান্ড ঘটেছে বলে তা বেরিয়ে আসতে শুরু করে। তবে এই হত্যাকান্ডকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের সকল জেলা এবং মহানগরে তারেক রহমানকে উদ্দেশ্য করে অশালীন ¯েøাগান দেয়া হয়। তারই আলোকে ১৩জুলাই চাষাড়া শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এবং এনসিপির নেতারা বিএনপি তথা তারেক রহমানকে উদ্দেশ্য করে নানাবিধ ¯েøাগান দেয়। যেটা নিয়ে বিএনপি নেতারা তীব্র ক্ষোভও প্রকাশ করেন। জানা যায়, এসকল কার্যকলাপে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার এবং এনসিপির ব্যানারে রয়েছেন তাদের মধ্যে পদধারী দুজনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের আওয়ামীলীগের দোসর হিসেবে আখ্যায়িত করেছে বিএনপি এরমধ্যে ফারাবী মাহতাব মাসুম সহ-সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে সম্পৃক্ত থাকা অভিযোগ তার বিরুদ্ধে অপরদিকে মুখ্য সংগঠক জাহিদুল হক বাঁধন যাকে সোনারগাঁয়ের সাবেক আওয়ামীলীগের এমপি কায়সার হাসনাতের নৌকা মার্কার নির্বাচন এবং তার চাচা আরিফ মাসুদ বাবুর আনারস মার্কার নির্বাচন করেছেন। এই দুজনকে আওয়ামীলীগের দোসর হিসেবে আখ্যায়িত করেন বিএনপি। এছাড়া ১৩জুলাই এনসিপি নেতারাও এসকল ¯েøাগান দেয়ার পর এনসিপির যুবশক্তির যুব সংগঠন নীরব রায়হান এসকল ¯েøাগানের বিপরীতে তিনি বক্তব্যে বলেছেন, একটা আক্ষেপের জায়গা থেকে যখন কেউ তিক্ত হয়ে যায়, তখন অনেক সময় আবেগে অনেক কিছুই বলা হয়ে যায়। তিনি জানান, শহরে অনুষ্ঠিত এনসিপির প্রতিবাদ মিছিলে একটি বিতর্কিত ¯েøাগান উঠেছিল, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এদিকে দেশব্যাপী চাঁদাবাজি সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদের বিএনপি সহযোগী সংগঠনের নেতারা ঢাকায় বিক্ষোভ মিছিল করেন সেখানেও জামায়াত এনসিপিকে উদ্দেশ্য করে নানাবিধ ¯েøাগান দেয়া হয়। তবে ইতিমধ্যেই নারায়ণগঞ্জে জামায়াত বিএনপি মুখোমুখি অবস্থানের দিকে রয়েছে। কেননা নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবকদলের আহŸায়ক রানা হাতে সাবেক মহানগর শিবির সভাপতি ব্যবসায়ীক নেতা সাঈদ সারোয়ারের উপর স্বেচ্ছাসেবকদলের নেতারা জমি সংগঠিত ঘটনাকে কেন্দ্র করে হামলা করে। এই ঘটনার পর থেকে জামায়াত কোন প্রতিক্রিয়া না দেখালে অনেকটা মুখোমুখি অবস্থানে রয়েছে। তাছাড়া নারায়ণগঞ্জ এনসিপি নেতারা শহীদ মিনারে তারেক রহমানকে উদ্দেশ্য করে অশালীন ¯েøাগান দেয়ায় বিএনপি নেতারা এনসিপির মুখোমুখি রয়েছেন। এরমধ্যে জেলা ও মহানগর বিএনপি সহযোগী সংগঠনের নেতারাও এনসিপি এবং জামায়াতের বিভিন্ন বিষয়ে তীব্র সমালোচনা করে বক্তব্য রাখবেন। এভাবেই ধীরে ধীরে নারায়ণগঞ্জ জেলার বিএনপি থেকে শুরু করে জামায়াত ও এনসিপির নেতারা নির্বাচনের আগেই বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে রয়েছেন। তবে সাধারণ মানুষ দাবি করেন এসকল ঘটনায় নারায়ণঞ্জের পরিস্থিতি জটিল হয়ে আসছে। তাই এসকল বিষয় রাজপথে না গড়িয়ে আলোচনার টেবিলে বসে সমাধান করা উচিত। কারণ এ সকল রাজনৈতিক দলগুলি স্বৈরাচার বিরোধী আন্দোলনে এক ছিল। তাই তারা বসে সমাধান করলে দেশের মধ্যে অস্থিরতা কমবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা