আজ শুক্রবার | ২৫ জুলাই ২০২৫ | ১০ শ্রাবণ ১৪৩২ | ২৯ মহর্‌রম ১৪৪৭ | রাত ৮:২৮

আড়াইহাজারে ডাকাতি রোধে আইনশৃঙ্খলা কমিটির সভা

ডান্ডিবার্তা | ২৪ জুলাই, ২০২৫ | ১১:১৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আড়াইহাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাজ্জাত হোসেন। সভায় আলোচকেরা ঘন ঘন ডাকাতির ঘটনা ঘটার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) নইমউদ্দিন, থানার অফিসার ইনচার্জ খন্দকার নাসিরউদ্দিন, আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ সহ নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ ও সরকারী কর্মকর্তারা। সভায় মাসুম বিল্লাহ তার বক্তব্যে উপজেলায় আইনশৃংখলা পরিস্থিতির ব্যপক অবনতি ও ঘন ঘন ডাকাতির ঘটনা ঘটার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ডাকাতি রোধে পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন তোলেন। জবাবে সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাজ্জাত হোসেন তার বক্তব্যে বলেন, প্রয়োজনে ডাকাতি রোধে এবং আইন শৃংখলা পরিস্থিতির সার্বিক উন্নয়েন জনগনকে সাথে নিয়ে প্রশাসন এক যোগে কাজ করবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা