আজ মঙ্গলবার | ২৯ জুলাই ২০২৫ | ১৪ শ্রাবণ ১৪৩২ | ৩ সফর ১৪৪৭ | রাত ৯:০২

বিএনপির ছত্রছায়া সন্ত্রাসী নূর হোসেন

ডান্ডিবার্তা | ২৯ জুলাই, ২০২৫ | ৯:২৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের গডফাদার খ্যাত ও তার অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম’র বলয় গড়ে উঠে গোগনগরে সন্ত্রাসীদের আখড়া। গত বছরের ৫ আগস্টের আগে শামীম ওসমান ও শাহ নিজাম এর আশীর্বাদ পৃষ্ঠপোষকতায় গোগনগর সৈয়দপুরে নুর হোসেন সওদাগর, কামাল হোসেন, কাশেম সম্রাট, রানা সহ গড়েউঠে অসংখ্যক অস্ত্রধারী সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিযোগীতায় চাঁদাবাজী, সন্ত্রাসী, মেইল কারখানা, নিরহ মানুষের জমি দখল থেকে শুরু করে সৈয়দপুরে মাদকের বড় বড় স্পট সহ গণঅভ্যুত্থান নৃশংস হত্যাযজ্ঞ কর্মকাÐের অংশগ্রহণ করেছে বলে অভিযোগে পাওয়া যায়। এবং বিভিন্ন থানায় উল্লেখিত তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধীক মামলা রয়েছে। তথ্যসূত্র আরও পাওয়া যায়,পুরান সৈয়দপুরে (আ/গ/ড়া) পট্রির নামক এলাকার মৃত খোয়াজ মিয়া সওদাগর এর ছেলে নুর হোসেন সওদাগর, ফকির বাড়ির সুরুজ কয়াল এর ছেলে কামাল হোসেন, চরসৈয়দপুর এলাকার দৌলত মেম্বারের ছেলে কাশেম সম্রাট, পুরান সৈয়দপুর (আ/গ/ড়া) পট্রি নামক এলাকার রানা আহম্মেদ। মূলত তাদের অবৈধ কর্মকান্ডের সুবিদার জন্য আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ ও অয়ন অসমান সহ বিভিন্ন রাজনৈতীক নেতাদের সুবিধা বুঝে ব্যবহার করতেন তারা ও তাদের বাহীনি। এছাড়া ওসমান পরিবারের বলয়ে বড় বড় রাগব বোয়াল নেতাদের পৃষ্ঠপোষকতায় গোগনগর সৈয়দপুরে প্রত্যেকটি এলাকার নিরহ মানুষের জায়গায় জমি ভূয়া দলিলের মাধ্যমে জমি দখলে নিতেন অনায়াসে। এর মধ্য যদি কোন রূপে কোন ভূক্তভূগী প্রতিবাদ বা নিরুপায় হয়ে আইনের আশ্রয় নিতে গেলে চলতো নির্মম পাশবিক নির্যাতন থেকে ধরে ঘুম, খুন ও রক্তাত্ত যখম। প্রসঙ্গ গত ২০২৪ সালে গণঅভ্যুত্থানে আওয়ামী এর শীর্ষ নেতা ছাত্র – জনতা হত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা ও তার দোসর শামীম ওসমান সহ অসংখ্যক নেতা-কর্মী পালিয়ে গেলেও কিছু নেতা গা ডাকা দিয়ে তলে তলে ইউনিয়ন বিএনপির নেতাদের ম্যানেজ করে চিরচেনা সেই পূর্ণরূপে ফিরে এসে পূনরায় সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে ভূমিদস্যুতা মহাসর্গরাজ্যের কায়েম করছে। এছাড়ে পলাতক শেখ হাসিনার ফিরে আশাকে কেন্দ্র করে শামীম ওসমান এর নির্দেশে চোরা গুপ্তা হামলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল পরিস্তি করে আন্তর্জাতিকভাবে চাপপ্রয়োগ করে দেশে ফেরার পায়তারা করছে। এবং পাড়ায় মহল্লায় আওয়ামী, যুবলীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা কর্মীদের নিয়ে গোগনগর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সচিব নূর হোসেন সওদাগর, কামাল হোসেন ও কাশেম সম্রাট বিভিন্ন সময় গোপন মিটিং এর গুঞ্জনে ছেয়েগেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধীক ব্যাক্তি বলেন, কাঠপট্টি নদীর পূর্বে সিকদার এন্টারপ্রাইজ রাইজ মিলস আবুল মাষ্টার গত ৩০-৩৫ বছর যাবৎ এ জায়গাটার ভোগদখলে আছেন। তিনিও ওই জায়গার লিজ নেন নাই। এক হিসেবে তিনিও অবৈধ যেহেতু তিনি দলিল করেন নাই। গত বছর (২০২০ সাল) নূর হোসেন আরএস ওয়ালার কাছ থেকে ওই জায়গাটা পাওয়ারে নিছে। মূলত নূর হোসেনের কাজই হলো, ভূমিদস্যুতা। জাল দলিল করা সনদ থেকে শুরু করে সব কিছুই যেন নূর হোসেন সওদাগর ও কামাল হোসেন এর পান্তা ভাত। ওসমানীয় দোসরদে এসমস্ত সকল অপকর্ম ও ছাত্র- জনকা হত্যা মামলার একাধীক আসামীদের গ্রেপফতারে প্রশাসনও নিরব ভূমিকায় রয়েছে বলে অভিযোগ রয়েছে। এবিষয়ে গোগনগর ও সৈয়দপুরের স্থানীয়রা জানান, প্রশাসন শুরুতে অপরাধীদের ব্যবস্থা না নেওয়া করনে দেশে অরাজকতা করার সুযোগ পায় এবং সেই সময় প্রশাসন তা নিয়ন্ত্রন করতে হিমসিম খেতে হয়। শ সাধারণ জনগণ প্রশাসন গণঅভ্যুত্থানকে মূল্যায়ন করে ছাত্র-জনতাকে হত্যার বিচার করবে এবং অপরাধীদের শুরু থেকে অপরাধ দমে যদি প্রশাসন ব্যবস্থা নেয় তাহলে দেশে অরাজকতা বন্ধ হবে বলে আমরা প্রত্যাশা করছি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা