
ডান্ডিবার্তা রিপোর্ট
অর্ধশত ব্যাংক হিসাবে প্রায় ১৪ হাজার কোটি টাকা লেনদেনের অভিযোগে গ্রেফতার নারায়ণগঞ্জের আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লাক মিয়াকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার সকালে তাকে কারাগার থেকে এনে দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের সহকারী পরিচালক মো. রাকিবুল হায়াতের নেতৃত্বে একটি তদন্ত দল তাকে জিজ্ঞাসাবাদ করছে। লাক মিয়ার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তা ভিন্ন পন্থায় স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তরের অভিযোগে অনুসন্ধান করছে কমিশন। গত মার্চে লাক মিয়ার নামে মামলা করে দুদক। জিজ্ঞাসাবাদের সত্যতা নিশ্চিত করে দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘লাক মিয়া সম্পদের যে হিসাব দিয়েছেন, তা যাচাই-বাছাই করতে গিয়ে বিপুল পরিমাণ অঘোষিত সম্পদের তথ্য মিলেছে। এ বিষয়ে বিস্তারিত জানতে তাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ এর আগে দুদকের সহকারী পরিচালক রাকিবুল হায়াত তার পাঁচদিনের রিমান্ড চেয়ে শুনানি করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত তার বিরুদ্ধে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। স¤প্রতি গণমাধ্যমে লাক মিয়ার সম্পদের বিশাল পরিমাণ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। অভিযোগ রয়েছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালে বিভিন্ন ঠিকাদারি কাজ, অনুদানের টাকা আত্মসাৎ এবং দালালি চক্রের মাধ্যমে তিনি এ বিপুল সম্পদের মালিক হন।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯