
ডান্ডিবার্তা রিপোর্ট
আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে করে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের ৫টি আসনের প্রতিটি আসনের প্রতিটির মধ্যেই বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছে। এদের মধ্যে যোগ্যতা যাচাই-বাছাই ৫ আগষ্ট পূর্বের ও পরবর্তী রাজপথের সক্রিয় ভূমিকাসহ নেতাকর্মীদের আস্থার প্রতীক হিসেবে পরিচিত এবং জনগণ যাদের চিনেন এমন প্রার্থী যাচাই-বাছাই করছে দলটি। তার পাশাপাশি বিএনপিকে জনগণের সামনে ক্লিন হিসেবে উপস্থাপন করতে শুরু হয়েছে সাংগঠনিক ব্যবস্থা যাকে ঘিরে নারায়ণগঞ্জসহ সারাদেশে ২১ জন বিশৃঙ্খল নেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে দলীয় হাইকমান্ড। তা ছাড়া আগামী নির্বাচন পর্যন্ত এই ব্যবস্থার কার্যক্রম অবহৃত থাকবে বলে জানিয়েছে সূত্র। এর পাশাপাশি এয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে বিব্রতকর পরিস্থিতিতে না ফেলা হয় সেজন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। এর পাশাপাশি বর্তমানে নির্বাচনকে ঘিরে প্রতিটি আসনে একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশী হওয়ায় সৃষ্টি হচ্ছে দ্ব›দ্ব ও গ্রæপিং। এগুলো নিরসনের ক্ষেত্রে মনোনয়ন প্রত্যাশীদের ঐক্যবদ্ধভাবে একই প্ল্যাটফর্ম থেকে দলের কর্মসূচি বা আগামীতে দলীয় সকল কার্যক্রম সফল করার নির্দেশনা এসেছে। তা না হলে কারও বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ পাওয়া গেলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে ও জানিয়েছে দিয়েছেন বিএনপির হাইকমান্ড। এদিকে চলতি সপ্তাহে জাতীয় নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময়সীমা, তারিখ তিনি ঘোষণা করবেন বলে জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে ১১ দলীয় জোট। সেই হিসেব অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বিএনপির নেতাকর্মী ও বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। বর্তমানে নতুন সদস্য নবায়ন কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীদের রাজপথে সক্রিয় রাখছেন পাশাপাশি জনসম্পৃক্ততার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিলিয়ে দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো বির্নিমানের ৩১ দফা। তা ছাড়া বর্তমানে বিএনপির ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা নির্বাচনকে ঘিরে দলের জন্য দিন-রাত মাঠে কাজ করলেও বিএনপির কিছু নামধারী কথিত নেতাকর্মীরা আওয়ামী লীগ সন্ত্রাসীদের আশ্রয়-পশ্রয় দিয়ে নিজেদের কোলে উঠিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন তা ছাড়া তাদের সাথে আপোষের মাধ্যমে সক্য ব্যবসা-বানিজ্যে ভাগবাটোয়ারা করছেন। দলের নাম বিক্রি করে হেয় অপকর্মের সাথে গত ৫ আগষ্টের পর থেকেই লিপ্ত হয়ে পরেছেন। সাধারণ জনগণের বাড়ি-ঘর, ব্যবসা-বানিজ্যে আগুন লাগিয়ে বা আগুন দেওয়ার ভয় দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন, তা ছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যবসা-বানিজ্যে পার্সেন্টিজের মাধ্যমে দেখভালসহ এমন নানা অবৈধ কাজে নিজেকে জড়িয়ে ফেলেছেন এমন নেতাকর্মীদের তালিকা করছে দলীয় হাইকমান্ড এমনটাই জানিয়েছে সূত্র। এর পাশাপাশি এদের বিরুদ্ধে যাচাই-বাছাই করে শীগ্রই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে বিএনপি। সূত্র বলছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক বিবৃতির মাধ্যমে সংঘাত, চাঁদাবাজি, দখলদারি, ভয়ভীতি প্রদর্শন এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি কার্যকলাপের অভিযোগে নারায়ণগঞ্জসহ সারাদেশে বিএনপির ২১ জন নেতাকর্মীদের দল বহিস্কার করেছেন বিএনপি।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
« জুলাই | সেপ্টেম্বর » |
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯