আজ সোমবার | ৪ আগস্ট ২০২৫ | ২০ শ্রাবণ ১৪৩২ | ৯ সফর ১৪৪৭ | রাত ৪:৪১

সিদ্ধিরগঞ্জে স্বর্ণ ব্যবসার আড়ালে অনৈতিক কর্মকান্ডে ৪জন গ্রেপ্তার

ডান্ডিবার্তা | ০১ আগস্ট, ২০২৫ | ১১:০৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে আদমজী সোনামিয়া বাজার এলাকায় চোরাই স্বর্ণ কেনাবেচা ও সুদ কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী জামান স্বর্ণকার ও তার ছেলের বিরুদ্ধে। একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, জামান স্বর্ণকার ও তার ছেলে ওমর ফারুক জনি স্বর্ণ বন্ধক রাখার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে উচ্চ সুদে টাকা আদায় করে থাকেন। এ ছাড়া তারা নিয়মিত চোরাই স্বর্ণ কেনাবেচা এবং মাদক ব্যবসার সঙ্গেও জড়িত। স্থানীয় এক স্বর্ণ ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, জামান স্বর্ণকার সোনামিয়া বাজার স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি হওয়ায় তার ব্যাপক প্রভাব রয়েছে। সেই প্রভাব কাজে লাগিয়ে তিনি ও তার ছেলে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাÐ চালিয়ে যাচ্ছেন। অভিযোগ রয়েছে, জামানের বড় ছেলে জনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় সক্রিয়। তিনি একাধিকবার ফেন্সিডিল ও গাঁজাসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। কিন্তু রহস্যজনক কারণে প্রতিবারই তিনি মুক্তি পেয়ে যান, যা স্থানীয়দের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। স¤প্রতি ঘটে যাওয়া একটি চুরির ঘটনায় এই চক্রের সম্পৃক্ততা আরও স্পষ্ট হয়ে উঠেছে। গত ২৬ মার্চ একটি বাড়ি থেকে নগদ এক লাখ বিশ হাজার টাকা ও প্রায় ১২ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়, যার কোনো হদিস মেলেনি। পরবর্তী সময়ে ২৭ জুলাই বিকেল ৫টার দিকে গ্রæপ স্টাডির সময় রাফিন ও হাসিব নামের দুই কিশোর কৌশলে শাহরিয়ার হাসিবকে বাড়ির বাইরে পাঠিয়ে তার ঘর থেকে আড়াই ভরি স্বর্ণ ও ২২ ভরি রূপার অলংকার চুরি করে। শাহরিয়ার তাদের দেখে ফেললে তাকে হুমকি দিয়ে পালিয়ে যায় তারা। পরে শাহরিয়ার বিষয়টি প্রকাশ করলে স্থানীয়রা তাদের আটক করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশে সোপর্দ করেন। এ বিষয়ে জামান স্বর্ণকার বলেন, আমার ছেলেদের আলাদা আলাদা দোকান করে দিয়েছি। মানুষ বিপদে পড়লে স্বর্ণ নিয়ে আসে। মানুষের উপকার করতে স্বর্ণ অন্য জায়গায় রেখে টাকা এনে দিই। চোরাই স্বর্ণের বিষয়ে তিনি বলেন আমার ছেলের দোকানের কর্মচারী আইডি কার্ড রেখে স্বর্ণ বন্ধক রেখেছে। আমার ছেলে এ বিষয়ে কিছুই জানেনা। চোরই স্বর্ণের বিষয়ে আমাদের কিছু জানা ছিলো না। মাদক নিয়ে আটকের বিষয়ে তিনি বলেন, এটা আমার ছেলের সাথের লোকজন ষড়যন্ত্র করে করেছে। সে এসবের সাথে জড়িত নয়। আমাদের বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ণ হয়ে এসব ষড়যন্ত্র হচ্ছে। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, চুরি করা অলংকার কোথায় বিক্রি করা হয়েছে তা চোরদের জিজ্ঞাসাবাদে জানা গেছে। তাদের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আদমজী সোনামিয়া বাজারের জামান জুয়েলার্সের ম্যানেজার নাজমুল ইসলাম ও গোদনাইল এলাকার মনসুর শেখ নামে এক মেকানিককে আটক করা হয়েছে। চোর চক্রের ২ জনসহ মোট ৪ জনকে চুরির মামলায় আদালতে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, মামলার এজাহারভুক্ত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা