আজ শুক্রবার | ১৯ সেপ্টেম্বর ২০২৫ | ৪ আশ্বিন ১৪৩২ | ২৬ রবিউল আউয়াল ১৪৪৭ | সকাল ১০:৪১

ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডান্ডিবার্তা | ০১ আগস্ট, ২০২৫ | ১১:২১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ঢাকা-সিলেট মহাসড়কে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে দখল মুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত যৌথ বাহিনীর উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল আলম এবং রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে রূপগঞ্জের ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় সড়কের উভয় পাশে গাউছিয়া কাপড়ের পাইকারী মার্কেটসহ ১৪-১৫টি মার্কেট রয়েছে। শিল্পাঞ্চল খ্যাত লাখো মানুষের আনাগোনা রয়েছে এখানে। ব্যস্ততম এই মহাসড়কের এক পাশ ও ফুটপাত দখল করে ক্ষুদ্র ব্যবসায়ীরা কাঁচাবাজার বসিয়েছে। অন্যপাশে কাপড়, জুতা, কসমেটিক্স সামগ্রীর ভাসমান দোকান বসিয়ে সড়কের এক তৃতীয়াংশ দখল করে রেখেছিল। এসব দোকান থেকে প্রতিদিন লাখ লাখ টাকা চাঁদা আদায় হতো। শুধু তাই নয়, এসব দোকানীদের কারণে প্রতিনিয়ত ঘন্টার পর ঘন্টা মহাসড়কে যানজট লেগে থাকতো। এতে ভোগান্তির শিকার হতো যাত্রী সাধারণ ও পথচারীরা। বিশেষ করে দূর দূরান্ত থেকে বিভিন্ন যানবাহন ভুলতা- গোলাকান্দাইল এলাকায় এসে বাধার মুখে পড়তো। কয়েকদিন পর পর উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও ফের দখলে নিতো ভাসমান ব্যবসায়ীরা। ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে আর কখনো ভাসমান দোকান বসতে দেয়া হবে না বলে প্রশাসন থেকে কঠোর হুশিয়ারি দেয়া হয়েছে। মহাসড়কে থাকা ভাসমান দোকানপাট উচ্ছেদের ফলে পুরো মহাসড়ক দখল মুক্ত হয়েছে। এতে যাত্রী সাধারণ থেকে শুরু করে পথচারী ও স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। পুনরায় মহাসড়ক দখল করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া ব্যবসায়ীদের আটক করারও হুশিয়ারি দেয়া হয়েছে।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা