
ডান্ডিবার্তা রিপোর্ট
সোনারগাঁয়ে কু-প্রস্তাবের প্রতিবাদ করায় গৃহবধূ শামিমা আক্তার (৩৮)কে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ ওঠেছে প্রতিবেশী বিল্লাল হোসেনের বিরুদ্ধে। গতকাল রবিবার সকালে উপজেলার বৈদ্দ্যেরবাজার ইউপির সাত ভাইয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহবধূর মা সখিনা বেগম সোনারগাঁ থানায় একটি অভিযোগ করেন। অভিযোগ সুত্রে জানা যায়, ভুক্তভোগী শামিমা আক্তার শ্বশুর বাড়ি থাকাকালীন প্রতিবেশী বিল্লাল হোসেন ২ মাস ধরে বিভিন্নভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। এরঅই ধারাবাহিকতায় গত ২ আগষ্ট রাতে জরুরী কাজ শেষে বাড়ি ফেরার সময় রাস্তার উপর গতিরোধ করে পুনরায় কু- প্রস্তাব দেয়। এতে তিনি রাজি না হলে অকথ্য ভাষায় গালিগালাজ করে হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরদিন ভুক্তভোগী শামিমা আক্তার ও তার জা আসমা বেগম এবং ননদ শিরিনা আক্তার অভিযুক্ত বিল্লাল হোসেনের বাড়িতে বিচার দিতে গেলে সে উত্তেজিত হয়ে এলোপাতাড়িভাবে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা করে। পরে অভিযুক্তের ভাই ও বোনেরা হামলা চালায়। স্থানীয় এলাকাবাসী তাদের ডাক চিৎকার শুনে এগিয়ে এসে উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন। ভুক্তভোগীর মা সখিনা বেগম বলেন, আমার মেয়ের জামাই চাকুরী সুবাধে বিদেশে থাকেন। এই সুযোগে এলাকার বখাটে বিল্লাল প্রায় সময় কু-প্রস্তাব দেয়।অনেক বার তাকে সাবধান করলেও গতকাল রাতে মেয়ে আমাদের বাড়ি থেকে আসার পথে রাস্তায় গাড়ি থামিয়ে কু-প্রস্তাব দেয়। পরবর্তী মেয়ের শ্বশুর বাড়ির লোক নিয়ে বিচার দিতে গেলে তাদেরকে মারধর করে ও আমার নেয়ে কুপিয়ে হত্যা চেষ্টা করে। আমি এর উপযুক্ত শাস্তির দাবী জানাই। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, এ বিষয়ে ভুক্তভোগীর মা একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯