আজ মঙ্গলবার | ৫ আগস্ট ২০২৫ | ২১ শ্রাবণ ১৪৩২ | ১০ সফর ১৪৪৭ | দুপুর ১:৫৭

শহীদদের স্মরণে মোমশিখা প্রজ্জ্বলন

ডান্ডিবার্তা | ০৫ আগস্ট, ২০২৫ | ১১:৩১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
গণসংহতি আন্দোলনের উদ্যোগে অভ্যুত্থানের শহীদদের স্মরণে মোমশিখা প্রজ্জ্বলন ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৫টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন এবং সঞ্চালনা করেন নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস। বক্তব্য রাখেন মহানগরের সমন্বয়কারী বিপ্লব খান, নির্বাহী সমন্বয়ক পপি রাণী সরকার, জেলার যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, মহানগরের অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু, গার্মেন্টস শ্রমিক সংহতির নেতা দেলোয়ার হোসেন, যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সাকিব হাসান হৃদয় ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলা সহ-সভাপতি সাঈদুর রহমান প্রমুখ। সভায় তরিকুল সুজন বলেন, ‘আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। যে রাজনৈতিক বন্দোবস্তে রাষ্ট্র জনগণের হয়ে উঠবে। আর এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য চাই অর্থনৈতিক এবং সাংস্কৃতিক পুনর্গঠন। যে পুনর্গঠনের জন্য হাজারো ছাত্র জনতা জীবন দিয়েছিল। বিচার, সংস্কার এবং নির্বাচন এই তিন, আজকের বাংলাদেশের জাতীয় স্বার্থ।’ মহানগর সমন্বয়কারী বিপ্লব খান বলেন, ‘আওয়ামী লীগ বিগত সময়ে বিএনপি-জামায়াতের ভয়ের দোহাই দিয়ে মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে। এখন আবার সেই ফ্যাসিবাদী শক্তির ‘ফিরে আসা’র ভয়ের অজুহাতে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের গণতান্ত্রিক অধিকারকে দমন করছে, যা গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী।’ অনুষ্ঠানে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা