
ডান্ডিবার্তা রিপোর্ট
রূপগঞ্জ থানা জিয়া পরিষদের উদ্যেগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রূপগঞ্জ উপজেলার হোড়গাঁও এলাকায় বা’দ জুমা এ কর্মসুচী পালন করা হয়। রূপগঞ্জ উপজেলা জিয়া পরিষদের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সাকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী কামরুল ইসলাম কামাল। বক্তব্য রাখেন গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম রসুল, জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া মাষ্টার, মিনহাজুল ইসলাম, সাইদুর রহমান, গাফফার হোসেন মিয়া, আলমগীর মাষ্টার, মাহবুবুর রহমান, সাখাওয়াত হোসেন ভুইয়া, এমদাদ হোসেন, আনোয়ার হোসেন ভুইয়া, শাহআলম মোল্লা প্রমুখ। বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। তারই ধারা অব্যাহত রাখতে তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষায় সংগ্রাম করছেন জানিয়ে বক্তারা বলেন, আগামী সংসদ নির্বাচনে রূপগঞ্জে বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরের হাতকে শক্তিশালী করতে জিয়া পরিষদ কাজ করে যাচ্ছে। পরে বেগম খালেদা জিয়া ও তার পরিবারের জন্য বিশেষ মোনাজাত হয়। এ সময় উপস্থিত সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯