আজ শনিবার | ২৩ আগস্ট ২০২৫ | ৮ ভাদ্র ১৪৩২ | ২৮ সফর ১৪৪৭ | বিকাল ৪:২৩

রূপগঞ্জে এবার ঈদগাহ মাঠে মেলা

ডান্ডিবার্তা | ২৩ আগস্ট, ২০২৫ | ১১:৪৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
রূপগঞ্জে দড়িকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে একটি ‘বিনোদনমূলক’ মেলা আয়োজন করা হয়েছে। এই মেলা আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় মুসল্লি এবং এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তাদের অভিযোগ, ঈদগাহ মাঠের মতো পবিত্র স্থানে মেলা বসিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হচ্ছে। এতে যেকোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন তারা। এদিকে এলাকাবাসীর বাধা উপেক্ষা করে প্রায় এক মাস মেলা চালিয়ে যাচ্ছেন আয়োজকরা। মেলা বন্ধ না হওয়ার ফুঁসে উঠেছে স্থানীয়রা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন সচেতন মহল। অনুসন্ধান সূত্রে জানা যায়, উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের কেন্দ্রীয় ঈদগা মাঠে দুই ঈদের নামাজ, স্থানীয়রা মারা গেলে যানাজার নামাজ, ওয়াজ মাহফিল সহ ধর্মীয় ভাবগাম্ভীর্যের বিভিন্ন অনুষ্ঠান সামাজিকভাবে এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। ঈদগাহ ময়দানটি এলাকাবাসীর কাছে একটি পবিত্র স্থান হিসেবেই পরিগণিত। বেশ কিছুদিন যাবত বিএনপি’র নাম ভাঙ্গিয়ে একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় উপজেলার শ্রমিক দলের আহ্বায়ক কনক ও তার অনুসারীরা বৃক্ষ ও কুটির শিল্প মেলা আয়োজনের জন্য ঈদগাহ মাঠ কে দখল করে সাজ সজ্জার কাজ করছিল। এদিকে স্থানীয় একজন লোক মারা গেলে তার জানাজার নামাজের জন্য এলাকাবাসী ঈদগাহ ময়দানে নিয়ে যায়। মেলার নামে ঈদগাহ দখলের কারণে সেখানে জানাজার নামাজ পড়তে না পেরে। ঈদগাহের পবিত্রতা রক্ষায় অবিলম্বে মেলা বন্ধ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে গত ১ আগস্ট জুমার নামাজের পর ঈদগাহ মাঠ সংলগ্ন সড়কে মানববন্ধন করেছে শতাধিক মুসল্লি ও স্থানীয় এলাকাবাসি। এসময় দ্রুত মেলা বন্ধের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা। এদিকে মেলা বন্ধ করতে নারাজ আয়োজকরা। চার দিন যাবত চলমান রয়েছে তথাকথিত ‘রূপগঞ্জ কৃষি ও কুটির শিল্প মেলা। কৃষি বা কুটির শিল্পের কিছুই নেই এখানে বরং চলছে বেপরোয়া গান-বাজনা, তরুণ-তরুণীদের উচ্ছৃঙ্খল আচরণ, এবং বাণিজ্যিক বিনোদনের নামে অসামাজিক কর্মকা-। এলাকাবাসীর দাবি, মেলার আয়োজন সম্পূর্ণ অবৈধ এবং কোনো বৈধ অনুমতি ছাড়াই তা পরিচালিত হচ্ছে। একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় আয়োজকরা এ কর্মকা- চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। মেলার সঙ্গে উপজেলার শ্রমিক দলের আহ্বায়ক কনক ও তার অনুসারীদের জড়িত থাকার অভিযোগ করেছে স্থানীয়রা। এলাকাবাসী দ্রুত মেলা বন্ধ করে ঈদগাহ মাঠের ধর্মীয় পবিত্রতা রক্ষা এবং সম্ভাব্য সংঘর্ষ এড়াতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে দরিকান্দি এলাকার আব্দুল খালেক, বাচ্চু মিয়া,বাদল মিয়াসহ অসংখ্য মুসল্লিরা বলেন, ঈদগাহ মাঠের পবিত্রতা নষ্ট করে এমন আয়োজন ধর্মীয় মূল্যবোধ এবং সামাজিক শালীনতার প্রতি সরাসরি চ্যালেঞ্জ। এ মাঠে নামাজ হয়। মেলা আয়োজনের মাধ্যমে এই মাঠের পবিত্রতা আমরা নষ্ট হতে দেব না। ইতিমধ্যেই আমরা এলাকাবাসী রূপগঞ্জ থানা, উপজেলা ইউএনও অফিস ও জেলা প্রশাসককে জানিয়েছি। তবুও মেলা চলছে। আমরা এলাকাবাসী যে কোন মূল্যে মেলা বন্ধ করতে প্রস্তুত আছি। ৮০ বছর বয়সী প্রবীণ হাজী জলিল বলেন, আমরা সেই ছোটবেলা থেকে দেখে আসছি এই মাঠে দুই ঈদের নামাজ, জানাজার নামাজ ও ওয়াজ মাহফিল সহ ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান এই মাঠে অনুষ্ঠিত হয়ে থাকে। এই মাঠ আমাদের কাছে পবিত্র জায়গা। মেলার আয়োজন করে এ মাঠের পবিত্রতা আমরা নষ্ট করতে দেব না। এ বিষয়ে দড়িকান্দি জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি নুরুল্লাহ, দরকান্দি পূর্ব পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আতিকুর রহমান, সরকার পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা তাজুল ইসলামসহ আশেপাশের মসজিদ মাদ্রাসার প্রায় অর্ধাশতাধিক আলেমগন মানববন্ধনে উপস্থিত হয়ে বলেন, রূপগঞ্জে অনেক জায়গা রয়েছে ওখানে আপনারা মেলা আয়োজন করেন। ঈদগাহ মাঠে নামাজের পবিত্র জায়গায় আপনারা মেলার আয়োজন করবেন এটা কোনভাবেই মেনে নেওয়া হবে না। অনতিবিলম্বে এ মেলা বন্দনা হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)তরিকুল ইসলাম বলেন, মেলার আয়োজক কমিটিকে মেলা পরিচালনা না করার জন্য পুলিশের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে। যদি করে থাকে তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, মেলা আয়োজনের জন্য আবেদন করা হয়েছিল, যা জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। তবে মেলা বন্ধের দাবিতে যে জনরোষ তৈরি হয়েছে, সে ব্যাপারে তিনি অবগত আছেন এবং বিষয়টি খতিয়সে দেখা হচ্ছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা