
ডান্ডিবার্তা রিপোর্ট
২০১৯ সালের ৩ নভেম্বর নারায়ণগঞ্জ আদালতপাড়ায় আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল বারী ভুঁইয়া ও তার ছেলে আশরাফ ভুঁইয়াকে আনোয়ার প্রধানের নেতৃত্বে শতাধিক আইনজীবী মিলে বেদম পিটুনি দিয়েছিলেন। সেই নির্যাতনের প্রতিশোধ নিতে চান বারী ভুঁইয়া ও তার ছেলে আশরাফ ভুঁইয়া। একই সঙ্গে এবারের নির্বাচনে সরকার হুমায়ুন কবিরকে সভাপতি পদে চাননি আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন খান। তিনি চেয়েছিলেন জাকির হোসেনকে সভাপতি পদে প্রার্থী করতে। কিন্তু আনোয়ার প্রধানের কৌশলের কাছে ধরাশয়ী হয়ে সরকার হুমায়ুনকে প্রার্থী করতে বাধ্য হোন সাখাওয়াত। এমন পরিস্থিতিতে বিএনপির অন্তঃকোন্দলেই বিএনপির দুই প্রার্থীর পরাজয়ের সম্ভাবনা উকি দিয়েছে আইনজীবী সমিতির নির্বাচনে। ঘটনা সূত্রে, ২০১৯ সালে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ফরম বিতরণ নিয়ে প্রয়াত আইনজীবী আব্দুল হামিদ খান ভাষানীর টেবিলের সামনে সাখাওয়াত হোসেন খান ও আব্দুল বারী ভুঁইয়ার মাঝে তর্কাতর্কির এক পর্যায়ে সাখাওয়াতকে চর-থাপ্পর দেন বারী ভুঁইয়া। বারী ভুঁইয়ার হাতে চর থাপ্পর খেয়ে সাখাওয়াত তার চেম্বারে চলে যান। পরদিন বারী ভুঁইয়া ও তার ছেলে আশরাফ ভুঁইয়া কোর্টে প্রবেশ করার সময় কোর্টের গেটের সামনে আনোয়ার প্রধানের নেতৃত্বে শতাধিক আইনজীবী বারী ভুঁইয়াকে বেদম পেটাতে থাকে এবং ওই সময় আশরাফ ভুঁইয়া পিতাকে বাঁচাতে চেষ্টা করলে দুজনকেই বেদম পিটুনি দেন সাখাওয়াত পন্থী আইনজীবীরা। ওই ঘটনার পরের সপ্তাহের রবিবার সরকার হুমায়ুন কবির কোর্টে প্রবেশ করার সময় তাকে একা পেয়ে বারী ভুঁইয়া ও তার ছেলে হুমায়ুন কবিরের জামা কাপড় ছিড়ে দেন। এদিকে আগামী ২৮ আগস্ট নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে হুমায়ুন কবির ও আনোয়ার প্রধানের প্রতি প্রতিশোধ নিবেন বলে আইনজীবীদের মাঝে বেরাচ্ছেন বারী ভুঁইয়া ও তার ছেলে আশরাফ ভুঁইয়া। যদিও এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেনে দায়িত্ব পালন করছেন বারী ভুঁইয়া। বারী ভুঁইয়া বিএনপর হুমায়ুন ও আনোয়ার প্যানেলকে কোনো ধরণের কারচুপি বা ভোট জালিয়াতি কিংবা প্রভাববিস্তার করতে দিবেন না বলে অনেকে জানিয়েছেন। অনেকে মনে করছেন, আইনজীবী সমিতির সাবেক দুই সভাপতি ভেতরে ভেতের নিজেরাই হুমায়ুন ও আনোয়ার প্যানেলের বিরুদ্ধে কাজ করছেন। অন্যদিকে এবারের নির্বাচনে বিএনপি প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী বাছাইয়ে বিএনপির সহযোগী সংগঠন আইনজীবী ফোরামের আইনজীবীদের ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ওই ভোটে ফোরামের ১২৫টি ভোট পান সরকার হুমায়ুন কবির ও ১২৩টি ভোট পান জাকির হোসেন। মাত্র দুই ভোটের কারনে জাকির হোসেনকে প্রার্থী করতে পারেনি সাখাওয়াত। তিনি নিজেই জাকির হোসেনের পক্ষে ভোট প্রার্থনা করেছিলেন। কিন্তু আনোয়ার প্রধান চেয়েছিলেন সরকার হুমায়ুন কবিরকে প্রার্থী করতে। জানাগেছে, কয়েক মাস পূর্বে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে সমিতিতে এনে ফুল দিয়ে সংবর্ধনা জানান সরকার হুমায়ুন কবির। জাকির খানের নাম ভাঙ্গিয়ে সরকার হুমায়ুন কবির সাখাওয়াতের উপর প্রভাববিস্তার ও চাপ সৃষ্টি করেছিলেন। সেই থেকে সরকার হুমায়ুন কবিরের প্রতি নারাজ সাখাওয়াত হোসেন খান।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯