
বন্দর প্রতিনিধি
বন্দরে কর্মচারি কর্তৃক ব্যবসায়ী বাড়িতে চুরি ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সকালে ভূক্তভোগী ব্যবসায়ী আব্দুল মান্নান চৌধুরী বাদী হয়ে কর্মচারিসহ ৩ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। এর আগে গত ১৫ আগস্ট সকাল ১০টা হইতে ১৬ আগস্ট বিকেল ৫টার মধ্যে যে কোন সময়ে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগ কলাবাড়িস্থ ৪ তলা ভবনের ৩ তলা ফ্লাটের একটি রুমে এ চুরি ঘটনাটি ঘটে। মামলার তথ্য সূত্রে জানা গেছে, সুদূর লক্ষীপুর জেলার রায়পুর থানার রুহিতার এলাকার বশির উল্লাহ চৌধুরী ছেলে আব্দুল মান্নান চৌধুরী দীর্ঘ দিন ধরে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগ কলাবাড়ি এলাকায় বসবাস করে আসছে। আব্দুল মান্নান চৌধুরী পেশায় একজন ব্যবসায়ী। সে সুবাদে সুদূর লক্ষীপুর জেলায় তাহেরা ফুড ইন্ডাস্ট্রি রয়েছে। এর ধারাবাহিকতায় লালমনির হাট জেলার সদর থানার খুনিয়াগাছা এলাকার নুরুল ইসলাম মিয়ার ছেলে রাব্বানী প্রামানিক উল্লেখিত প্রতিষ্ঠানে মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিল। এ সুবাদে কর্মচারি রাব্বানী প্রামানিক ব্যবসায়ী বাড়িতে বসবাস করে আসছিল। এর ধারাবাহিকতা গত ১৫ আগস্ট সকাল ১০টায় কর্মচারি রাব্বানী প্রামানিকের বড় ভাই শরীফুল ইসলাম ও শিফাউল ইসলাম উল্লেখিত ব্যবসায়ী বাড়িতে আসে। শরীফুল ইসলাম ও শিফাউল ইসলাম পূর্বে ব্যবসায়ী আব্দুল মান্নান চৌধুরী প্রতিষ্ঠানে কর্মচারি ছিল। এ কারেন ব্যবসায়ী বাড়িতে উল্লেখিতদের থাকতে দেয়। গত শুক্রবার সকাল ১১টায় উল্লেখিত কর্মচারিদের বাসায় রেখে ব্যবসায়ী আব্দুল মান্নান চৌধুরী তার চাচাত ভাইয়ের মেয়ের বিবাহ অনুষ্ঠানে পরিবার পরিজন নিয়ে ঢাকা চলে যায়। শনিবার বিকেল ৫টায় ব্যবসায়ী আব্দুল মান্নান চৌধুরী বাসায় এসে রুমের দরজা খোলা দেখতে পায়। পরে রুমের ভিতরে প্রবেশ করে ঘরের আসভাবপত্র এলোমেলো অবস্থায় পরে থাকতে দেখে। পরে আলমারি খুলে দেখতে পায় তার স্ত্রী ৮ আনা ও ৬ আনা ওজনের ২টি স্বর্নের আংটি যার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা, নগদ ৬৩ হাজার টাকা, বিবাদীদের নামীয় বাদীর নিকট রক্ষিত ১টি চেক, রাব্বানী প্রামানিক কাছে ব্যবসার রক্ষিত নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ও ব্যবসার মার্কেটের হিসাব বই যাতে ৭০ লাখ টাকা হিসাব রক্ষিত ছিলসহ ব্যবসায়ী ক্রেতাদের ৩টি চেক বই এবং প্রতিষ্ঠানের ব্যবহৃত মোবাইল সেট চুরি করে নিয়ে যায়।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯