
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেছেন, বিএনপি ও সমমনা প্রয়াত অভিভাবকদের নিয়ে আমরা এই দোয়া ও মিলাদের আয়োজন। আজকে আমার প্রধান অতিথি রয়েছেন জুলাইয়ের বীর যোদ্ধা মাহবুব আলম। তিনি এখানে উপস্থিত হয়ে আমাদের আয়োজনকে সফল করেছেন। এছাড়া ২৪ এর জুলাইয়ের আহত রোগমুক্তি ও যারা নিহত হয়ে তাদের মাগফেরাত কামনা করা হবে। বিএনপির অনেকের সাথে বিগত সময়ে আন্দোলন সংগ্রাম করেছি, তারা আজ প্রয়াত হয়েছেন। ব্যানারে আরো প্রয়াত নাম বাদ পড়েছে, ব্যানারে বাদ পড়লেও দোয়া ও মিলাদে তাদের জন্য দোয়া করা হবে। আমার কোন রাজনৈতিক উদ্দেশ্যে নেই, এতদিন যা করেছি আমার অন্তর ও নৈতিক থেকে করেছি। বিএনপি অর্ধশতাধিক প্রয়াত এবং জুলাইয়ে নিহতদের মাগফিরাত ও আহতদের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। গতকাল শুক্রবার মিশনপাড়া সোনারগাঁ হাউজে এটিএম কামালের আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই চোখ হারানো জুলাই যোদ্ধা মাহবুব আলম। বিশেষ অতিথি ছিলেন- জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা মাঈনুদ্দিন আহম্মেদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাবেক সমাজ বিষয়ক সম্পাদক মনির হোসেন সরদার, ইফতেখার কায়েস রোমেল উপস্থিত ছিলেন। এ সময় এটিএম কামাল আরও বলেন, আমি রাজপথে নেমেছিলাম তখন কিন্তু মাথায় কাফনের কাপড় পড়েছিলাম। আমার মা স্ত্রী কাছ থেকে বিদায় নিয়ে হরতাল অবরোধে ছিলাম। তখন মা স্ত্রীকে বলেছিলাম, আমি তোমাদের মাঝে ফিরে আসতে নাও পারি। সেই লোকটি এমপি হওয়া লোক, মেয়ের হওয়া লোক, দলের কমিটি পাওয়া লোক, পদ পাওয়া লোভে রাজনীতি করি নাই। আমি করেছি দেশের জন্য গণতন্ত্রের জন্য আমাদের মূলবোধকে সমন্বয় করার জন্য আমি ইনশাআল্লাহ আবারো সেভাবে করে যাবো। আমি শহীদ জিয়ার আদর্শের সৈনিক, তিনি পৃথিবীর মধ্যে সবচেয়ে সৎ ও দেশপ্রেমিক রাষ্ট্রপতি। আপনারা জানেন, মাওলানা ভাষানী বলে গেছেন, তার মত সৎ রাজনীতিবিদ দেখি নাই। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান কর্মী হিসেবে থাকতে চাই। কোন পদপদবী চাই না, আবারো যদি গণতন্ত্র বিপনন হয় এদেশের মূল অধিকার ক্ষুন্ন করা হয় রাজপথে পাবেন। আমার কোন মেয়র এমপি পদবী দরকার নাই। আমার শরীরের সকল রক্ত যদি মানুষের জন্য দিতে পারি, সেই প্রস্তুত রয়েছি। তিনি আরও বলেন, এই সল্লিমুল্লাহ সড়ক থেকে এই যে বিবি রোড টি জিয়া স্মরণী করার দাবি জানাই। বিজয়স্তম্ভটি যে কোন শহীদের নাম দেয়া হোক।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯