আজ রবিবার | ২৪ আগস্ট ২০২৫ | ৯ ভাদ্র ১৪৩২ | ২৯ সফর ১৪৪৭ | সকাল ১০:৩৬

আমার কোন রাজনৈতিক উদ্দেশ্য নেই: এটিএম কামাল

ডান্ডিবার্তা | ২৩ আগস্ট, ২০২৫ | ১১:৩০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেছেন, বিএনপি ও সমমনা প্রয়াত অভিভাবকদের নিয়ে আমরা এই দোয়া ও মিলাদের আয়োজন। আজকে আমার প্রধান অতিথি রয়েছেন জুলাইয়ের বীর যোদ্ধা মাহবুব আলম। তিনি এখানে উপস্থিত হয়ে আমাদের আয়োজনকে সফল করেছেন। এছাড়া ২৪ এর জুলাইয়ের আহত রোগমুক্তি ও যারা নিহত হয়ে তাদের মাগফেরাত কামনা করা হবে। বিএনপির অনেকের সাথে বিগত সময়ে আন্দোলন সংগ্রাম করেছি, তারা আজ প্রয়াত হয়েছেন। ব্যানারে আরো প্রয়াত নাম বাদ পড়েছে, ব্যানারে বাদ পড়লেও দোয়া ও মিলাদে তাদের জন্য দোয়া করা হবে। আমার কোন রাজনৈতিক উদ্দেশ্যে নেই, এতদিন যা করেছি আমার অন্তর ও নৈতিক থেকে করেছি। বিএনপি অর্ধশতাধিক প্রয়াত এবং জুলাইয়ে নিহতদের মাগফিরাত ও আহতদের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। গতকাল শুক্রবার মিশনপাড়া সোনারগাঁ হাউজে এটিএম কামালের আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই চোখ হারানো জুলাই যোদ্ধা মাহবুব আলম। বিশেষ অতিথি ছিলেন- জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা মাঈনুদ্দিন আহম্মেদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাবেক সমাজ বিষয়ক সম্পাদক মনির হোসেন সরদার, ইফতেখার কায়েস রোমেল উপস্থিত ছিলেন। এ সময় এটিএম কামাল আরও বলেন, আমি রাজপথে নেমেছিলাম তখন কিন্তু মাথায় কাফনের কাপড় পড়েছিলাম। আমার মা স্ত্রী কাছ থেকে বিদায় নিয়ে হরতাল অবরোধে ছিলাম। তখন মা স্ত্রীকে বলেছিলাম, আমি তোমাদের মাঝে ফিরে আসতে নাও পারি। সেই লোকটি এমপি হওয়া লোক, মেয়ের হওয়া লোক, দলের কমিটি পাওয়া লোক, পদ পাওয়া লোভে রাজনীতি করি নাই। আমি করেছি দেশের জন্য গণতন্ত্রের জন্য আমাদের মূলবোধকে সমন্বয় করার জন্য আমি ইনশাআল্লাহ আবারো সেভাবে করে যাবো। আমি শহীদ জিয়ার আদর্শের সৈনিক, তিনি পৃথিবীর মধ্যে সবচেয়ে সৎ ও দেশপ্রেমিক রাষ্ট্রপতি। আপনারা জানেন, মাওলানা ভাষানী বলে গেছেন, তার মত সৎ রাজনীতিবিদ দেখি নাই। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান কর্মী হিসেবে থাকতে চাই। কোন পদপদবী চাই না, আবারো যদি গণতন্ত্র বিপনন হয় এদেশের মূল অধিকার ক্ষুন্ন করা হয় রাজপথে পাবেন। আমার কোন মেয়র এমপি পদবী দরকার নাই। আমার শরীরের সকল রক্ত যদি মানুষের জন্য দিতে পারি, সেই প্রস্তুত রয়েছি। তিনি আরও বলেন, এই সল্লিমুল্লাহ সড়ক থেকে এই যে বিবি রোড টি জিয়া স্মরণী করার দাবি জানাই। বিজয়স্তম্ভটি যে কোন শহীদের নাম দেয়া হোক।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা