
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে বিএনপিপন্থি দুই প্যানেল—হুমায়ুন-আনোয়ার ও রেজা-গালিব পরিষদের দ্বন্দ্ব নিরসনে বৈঠকে বসেছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোহাম্মদ আলী। গত বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিট থেকে রাত ১২টা ২০ মিনিট পর্যন্ত নারায়ণগঞ্জ বার ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে উপস্থিত ছিলেন কেবল জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ রেজা-গালিব প্যানেলের নেতৃবৃন্দ। হুমায়ুন-আনোয়ার প্যানেলের কেউ উপস্থিত হননি। তবে কোন সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। বৈঠক শেষে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোহাম্মদ আলী সাংবাদিকদের জানান, গত ১৫ বছরে আন্দোলন-সংগ্রামে সকলে কমবেশি নির্যাতিত হয়েছেন। তাই আইনজীবী ফোরামের নেতৃত্বে ঐক্য বজায় রাখার বিষয়ে সকলে একমত হয়েছেন। ফোরামের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মেনে নেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে। তবে রেজা-গালিব বহিষ্কারের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। বৈঠকের মাঝেই স্থানীয় নেতারা অভিযোগ করেন, তারা কখনো আওয়ামী লীগ কিংবা ওসমান পরিবারের সঙ্গে আপস করেননি। অথচ তাদের ‘আওয়ামী দোসর’ আখ্যা দেওয়া হয়েছে। তাদের মতে, নির্বাচন হচ্ছে বিএনপির পক্ষে। এ সময় সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ গোলাম মোর্শেদ গালিব অভিযোগ করেন, মনোনয়ন ফরম বাণিজ্য ও টাকার বিনিময়ে সিলেকশন করা হচ্ছে। সভাপতি প্রার্থী অ্যাডভোকেট রেজাউল করিম খান রেজা বলেন, বহিষ্কার প্রসঙ্গে কোনো সমাধান না আসলেও তিনি ব্যক্তিগতভাবে এতে উদ্বিগ্ন নন। ফোরাম থেকে বহিষ্কার হলে দলীয় প্রার্থী হিসেবে নয়, একজন আইনজীবী ও বারের সদস্য হিসেবেই নির্বাচনে অংশ নেবেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি প্রার্থী অ্যাড. সামছুজ্জামান খোকা, সহ-সভাপতি প্রার্থী অ্যাড. আনিসদছুর রহমান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাড. মোমেন, কোষাধ্যক্ষ প্রার্থী অ্যাড. আফজাল হোসেন, আপ্যায়ন সম্পাদক প্রার্থী অ্যাড. শাহ আলম শামীম, লাইব্রেরি সম্পাদক প্রার্থী অ্যাড. আলী আজ্জম, ক্রীড়া সম্পাদক প্রার্থী অ্যাড. শহীদ সরোয়ার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী অ্যাড. নার্গিছ পারভীন, সমাজসেবা সম্পাদক প্রার্থী অ্যাড. শাহানাজ পারভীন হীরা, কার্যকরী সদস্য অ্যাড. আর রউফ, অ্যাড. আনওয়ারুল আজিম চৌধুরী প্রমুখ।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯