
ডান্ডিবার্তা রিপোর্ট
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচন বানচাল করার জন্য একটি চক্র সুগভীর ষড়যন্ত্রে লিপ্ত। এই উগ্রবাদী গোষ্ঠীটি বিভিন্ন ধরনের উগ্রবাদ ছড়িয়ে মানুষকে বিভক্ত করতে চাইছে।’ গতকাল শনিবার বিকেলে ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে ‘ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জাতীয় প্রতিনিধি সমাবেশ ২০২৫’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাবেশে মির্জা ফখরুল বলেন, ‘১৯৭১ সালে যেমন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল জাতিগোষ্ঠী কাঁধে কাঁধ মিলিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য লড়েছিল, ঠিক সেভাবেই আবারও সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ তিনি তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, ‘আমাদের বিশ্বাস, তারেক রহমানের নেতৃত্বে সব জাতি ঐক্যবদ্ধ হয়ে আমরা সেই লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে পারব। আপনারা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন, যেখানে সবার অধিকার প্রতিষ্ঠিত হবে, তা তারেক রহমানের হাত ধরেই গড়ে উঠবে।’ দেশবরেণ্য এই নেতা দেশের নাগরিক অধিকার প্রতিষ্ঠার উপর জোর দেন। তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ গঠনের জন্য আমরা সবাই একটি বিষয়ে একমত, আর তা হলো প্রতিটি মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে।’ মির্জা ফখরুল আরও বলেন, ‘খালেদা জিয়া ও তারেক রহমান সবসময় বলেন, ‘আমরা সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু নই- আমরা সবাই বাংলাদেশি। আমাদের সবার অধিকার সমান’।’ তিনি বলেন, ‘ভয়াবহ দানবীয় শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ পেয়েছি। এখন প্রতিটা নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং জাতিগোষ্ঠীর কাওকে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলা যাবে না। আমরা সবাই বাংলাদেশি। তারেক রহমানের দেওয়া ৩১ দফায় বাংলাদেশের সকল শ্রেণি পেশা ও ধর্ম বর্ণের লোকেদের কথা বলা হয়েছে। আমরা সে লক্ষ্য বাস্তবায়নে কাজ করছি।’ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় সভাপতি মৃগেন হাগিদগের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ন মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার, বিএনপি নেতা ডা. মাহবুবুর রহমান লিটন, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের ভাইস চেয়ারম্যান সুভাস চন্দ্র বর্মণসহ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতাকর্মীরা।
ই-২৮ পি-৪ কলাম-১
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯