আজ সোমবার | ১ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ ভাদ্র ১৪৩২ | ৮ রবিউল আউয়াল ১৪৪৭ | বিকাল ৪:০৯

নির্বাচন বানচালের জন্য একটি চক্র ষড়যন্ত্রে লিপ্ত

ডান্ডিবার্তা | ৩১ আগস্ট, ২০২৫ | ৭:০৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘আগামী জাতীয় নির্বাচন বানচাল করার জন্য একটি চক্র সুগভীর ষড়যন্ত্রে লিপ্ত। এই উগ্রবাদী গোষ্ঠীটি বিভিন্ন ধরনের উগ্রবাদ ছড়িয়ে মানুষকে বিভক্ত করতে চাইছে।’ গতকাল শনিবার বিকেলে ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে ‘ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জাতীয় প্রতিনিধি সমাবেশ ২০২৫’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাবেশে মির্জা ফখরুল বলেন, ‘১৯৭১ সালে যেমন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল জাতিগোষ্ঠী কাঁধে কাঁধ মিলিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য লড়েছিল, ঠিক সেভাবেই আবারও সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ তিনি তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, ‘আমাদের বিশ্বাস, তারেক রহমানের নেতৃত্বে সব জাতি ঐক্যবদ্ধ হয়ে আমরা সেই লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে পারব। আপনারা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন, যেখানে সবার অধিকার প্রতিষ্ঠিত হবে, তা তারেক রহমানের হাত ধরেই গড়ে উঠবে।’ দেশবরেণ্য এই নেতা দেশের নাগরিক অধিকার প্রতিষ্ঠার উপর জোর দেন। তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ গঠনের জন্য আমরা সবাই একটি বিষয়ে একমত, আর তা হলো প্রতিটি মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে।’ মির্জা ফখরুল আরও বলেন, ‘খালেদা জিয়া ও তারেক রহমান সবসময় বলেন, ‘আমরা সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু নই- আমরা সবাই বাংলাদেশি। আমাদের সবার অধিকার সমান’।’ তিনি বলেন, ‘ভয়াবহ দানবীয় শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ পেয়েছি। এখন প্রতিটা নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং জাতিগোষ্ঠীর কাওকে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলা যাবে না। আমরা সবাই বাংলাদেশি। তারেক রহমানের দেওয়া ৩১ দফায় বাংলাদেশের সকল শ্রেণি পেশা ও ধর্ম বর্ণের লোকেদের কথা বলা হয়েছে। আমরা সে লক্ষ্য বাস্তবায়নে কাজ করছি।’ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় সভাপতি মৃগেন হাগিদগের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ন মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার, বিএনপি নেতা ডা. মাহবুবুর রহমান লিটন, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের ভাইস চেয়ারম্যান সুভাস চন্দ্র বর্মণসহ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতাকর্মীরা।
ই-২৮ পি-৪ কলাম-১




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা