
ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জের মিজমিজি আলামিননগর এলাকায় নিজ জমিতে বালু ভরাট করে কাজ করার সময় দাবিকৃত ৫ লক্ষ টাকা চাঁদা না পাওয়ায় কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে সংঘবদ্ধ একটি চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো: মোজাম্মেল হক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে ৫ লক্ষ টাকা চাঁদার অভিযোগ দায়ের করেন। বিবাদীরা হলো- সিদ্ধিরগঞ্জের মিজমিজি মজিববাগ এলাকার মৃত আমির হোসেনের ছেলে মো: মানিক (৩৫), মালেক (৩৮) ও মো: রবিউল (৪২) সহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জন চাঁদাবাজ চক্র। স্থানীয়রা জানান, এই চাঁদাবাজ চক্রটি স্বৈরাচার আওয়ামী লীগ আমলেও প্রভাব দেখিয়ে বিভিন্ন নিরহ মানুষদের কাছে চাঁদা চেয়ে হয়রানি করতো। কিছুদিন তারা লুকিয়ে থাকলেও আবার মাথা নাড়া দিয়ে উঠছে। তাদের বিরুদ্ধে কঠোর ভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার দাাব জানান বসবাসরত নিরহ ব্যক্তিরা। অভিযোগে বাদী উল্লেখ করেছেন, সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি আলামিননগর সাকিনস্থ জনৈক কবির মিয়ার বাড়ী সংলগ্ন আমি (মোজাম্মেল হক) সহ আমার পার্টনার মো. রাসেল হোসেন (৩২) পিতা মৃত আইয়ুব আলী, মো. শেখ ফরিদ ভূঁইয়া (৫০) পিতা মৃত হাজী নান্নু ভূঁইয়ার মালিকানাধীন ৫.৭৫ শতাং জমি রয়েছে। গত ২৯ আগস্ট দুপুর আড়াইটার দিকে ঘটিকার সময় উক্ত জমিতে লেবার দ্বারা বালু ভরাট করিতে থাকিলে উপরোক্ত বিবাদীরা সংঙ্গবদ্ধ চাঁদাবাজ বাহীনি নিয়ে কর্মরত লেবারদের হুমকি-ধমকি দিয়ে কাজ করতে বাঁধা প্রদান করে। এমন ঘটনার সংবাদ পেয়ে আমার জমির কাছে গেলে বিবাদীরা আমাদের নিকট পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। আমরা টাকা দিতে অস্বীকৃতি জানালে বিবাদীরা আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে আমাদেরকে মারপিট করিতে উদ্যত হয়। আমরা তাদের দাবিকৃত চাঁদা পাঁচ লাখ টাকা না দিলে আমাদের জমিতে বালু ভরাটসহ কোন কাজকর্ম করতে দিবে না মর্মে হুমকি দেয়। এবং এ বিষয়ে থানা পুলিশের আশ্রয় নিলে বিবাদীরা আমাদেরকে খুন-জখম করবে বলে বিভিন্ন ধরণের ভয়ভীতি ও হুমকি প্রদান করে চলে যায়। এঘটনার অভিযোগ তদন্তকারী সিদ্ধিরগঞ্জ থানার কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তনাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯