
ডান্ডিবার্তা রিপোর্ট
আওয়ামীলীগের সাথে সংশ্লিষ্টতা ও জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে দুই শিক্ষকের অব্যাহতির দাবি জানিয়েছে রণদা প্রসাদ সাহা (আর পি সাহা) বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের শিক্ষার্থীরা। গতকাল রবিবার সকালে ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই দুই শিক্ষকের অব্যাহতি চেয়ে লিখিত দাবি জানায়। অভিযুক্ত শিক্ষকরা হলেন, বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রক্টর ড. সেলিনা আক্তার ও একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরিফুর রহমান। ড. সেলিনা হোসেনের বিরুদ্ধে অভিযোগ, তিনি কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় তিনি শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেন। পাশাপাশি তিনি নারায়ণগঞ্জ-৩ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পত্র সংগহ করেন এবং দ্বাদশ নির্বাচনেও সংরক্ষিত আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। ৫ আগস্ট পরবর্তীতে এসব কারণে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে আরপি সাহা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। আরিফুর রহমানের বিরুদ্ধে অভিযোগ, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের প্রাক্তন কর্মী। তিনি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রক্টর থাকাকালীন জুলাই ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের প্রতি পক্ষপাতমূলক আচরণ ও হয়রানি করেন। এসব অভিযোগ করে আইন ও মানবাধিকার বিভাগের শিক্ষার্থীরা রেজিস্টার বরাবর লিখিত অভিযোগ দিলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। পরবর্তীতে শিক্ষার্থীদের জানানো হয় অভিযুক্ত দুই শিক্ষক মৌখিকভাবে চাকরি থেকে নিজেরাই অব্যাহতি নিয়েছেন এবং আগামীকাল আনুষ্ঠানিকভাবে তারা লিখিতভাবে চাকরি থেকে অব্যাহতি নিবেন। এ বিষয়ে শিক্ষার্থীরা জানায়, জুলাই আন্দোলনে তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেন। আমরা ফ্যাসিস্টমুক্ত ক্যাম্পাস গড়তে এই দাবি জানিয়েছি এবং যদি তা না হয় ক্লাস বর্জনের ব্যাপারেও আমরা সিদ্ধান্ত দিয়েছি পরবর্তীতে লিখিত অভিযোগ দিলে আমাদের আশ্বস্ত করা হয়। আমরা আগামীকালের আনুষ্ঠানিক অব্যাহতির অপেক্ষায় আছি।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯